আনন্দ সংবাদ লাইভ :সাম্প্রতিক বাঙালি শ্রোতাদের মন কেড়েছে রূহ মিউজিক থেকে প্রকাশিত ‘দিন বদলের গান’৷ এই দুঃসময় কে পেরিয়ে এক নতুন দিনের আশার বাণী যেন শোনাতে চেয়েছেন গীতিকার ও সুরকার অর্ণব বসাক। রুহ মিউজিক থেকে প্রকাশিত এই গানটিতে কলকাতা ও মুম্বাইয়ের খ্যাতনামা ব্যক্তিরা কাজ করেছেন । তাঁরা তাদের নিজের ঘরে বসেই সেরেছেন গানটির অভিনয় পর্ব। গানটি গেয়েছেন অমরাভ ব্যানার্জি (মুম্বাই) গায়ক নিজেই সম্পুর্ন গানটির আবহ ও মিক্সিং মাস্টরিং করেছেন।এই গানটির বিশেষ চমক হল ক্রীড়া-প্রতিরক্ষা মন্ত্রী শ্রী লক্ষীরতন শুক্লা লিপ মিলিয়ে গেয়েছেন, এছাড়াও টলিউডের প্রখ্যাত অভিনেতা-অভিনেত্রীবৃন্দ। সুদীপ মুখার্জি, রূপাঞ্জনা মিত্র, মাফিন, রাতুল মুখার্জি, রাজদীপ সরকার, অনিন্দিতা সরকার, ঋক জয়সোয়াল, স্বয়ং গায়ক অমরাভ ব্যানার্জি ও গীতিকার-সুরকার অর্ণব বসাককে দেখতে পাবেন মিউজিক ভিডিও তে। মিউজিক ভিডিও টি এডিট করেছেন পলাশ মিদ্দে ও স্বপ্নেন্দু কর। রূহ মিউজিকের কর্ণধার তমজ্যোতি মুখার্জির কৃতিত্বও অনস্বীকার্য।