Close

দশঘড়ায় প্রয়াত শিল্পী ওস্তাদ রশিদ খাঁ স্মরণ মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান

স্পন্দন মল্লিক:হুগলি জেলার একটি ঐতিহ্যপূর্ণ গ্রাম- দশঘড়া (নাচমহল) রায়পাড়ায় খ্যাতনামা প্রয়াত শিল্পী ওস্তাদ রশিদ খাঁ স্মরণ মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান ।এই মনোজ্ঞ অনুষ্ঠানটির আয়োজক সংস্থা হল- “সঙ্গীত তীর্থ” ক্লাসিক্যাল মিউজিক অ্যাকাডেমি – যার অধ্যাপক হলেন- প্রয়াত খ্যাতনামা শিল্পী ওস্তাদ রশিদ খাঁ ও বর্তমান খ্যাতিসম্পন্ন শিল্পী বিপ্লব মুখার্জির সুযোগ্য শিষ‌্য, কার্ত্তিক মাজি মহাশয় এবং তাঁর সহশিক্ষক- মাননীয় বাপ্পাদিত্য উপাধ্যায় (তবলা), যিনি বেনারস ঘরানার প্রখ্যাত তবলা-বাদন শিল্পী পন্ডিত সন্দীপ দেব মহাশয়ের কাছ থেকে তালিম শিক্ষা গ্রহণ করেছেন ।


এই সংস্থার মূল লক্ষ্য হল– সঙ্গীতপ্রেমী নতুন প্রজন্মকে শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি অনুরাগ সৃষ্টি করা ও তাদের প্রগতি ঘটানো। প্রতি বৎসরের ন্যায় এই বৎসরেও উক্ত অ্যাকাডেমী তার মূল লক্ষ্য স্থির রেখে বার্ষিক শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানটি সুসম্পন্ন করল।


সকল সঙ্গীত শিক্ষার্থীরাই ছিল উক্ত অনুষ্ঠানের মূল অংশগ্রহণকারী, অংশগ্রহণকারীনি এবং তাদের অনুপ্রেরণা ও উৎসাহ-দানের উদ্দেশ্যে আমন্ত্রিত অতিথি শিল্পীরা ছিলেন-(কন্ঠে) চন্দ্রভা ভট্টাচার্য্য, (গিটার- বাদনে) অমিতেশ (বাবুসোনা) বসু ও (তবলা- সঙ্গতে) সুদীপ চ্যাটার্জী। যশস্বী শিল্পী শুভ ভট্টাচার্য্যের সুযোগ্য শিষ্যা চন্দ্রভা ভট্টাচার্য্য অত্যন্ত সু-নিপুণ ও গায়ন শৈলীর মাধ্যমে রাগ “মুলতানি” পরিবেশন করেন এবং পরবর্তী পর্যায়ে অমিতেশ (বাবুসোনা) বসুর অনবদ্য গিটার বাদন, তারবাদ্যের সুর-ঝংকারে দশঘরা নাচ মহল মহিমান্বিত হয়ে ওঠে ও সাথে তবলা সঙ্গতে সুদীপ চ্যাটার্জির অনবদ্য বাদন- শৈলী কিছু বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top