Close

ডা: পূর্ণেন্দু বিকাশ সরকারের স্মার্ট অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে চাঁদের হাট

নিজস্ব প্রতিবেদক:প্রকাশ পেল ডা: পূর্ণেন্দু বিকাশ সরকারের স্মার্ট অ্যালবাম। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিতে উপস্থিত ছিলেন পন্ডিত অজয় চক্রবর্তী, প্রমিতা মল্লিক, সুবোধ সরকার , সুজিত সরকার, রূপম ইসলাম সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

তথ্য-প্রযুক্তির বিষ্ফোরণের কারণে বর্তমানে আমাদের সংগীত-বিনোদনের একমাত্র উপায় ইউটিউব-সহ বিভিন্ন ডিজিটালমাধ্যম। আমরা হারিয়ে ফেলেছি সেই ‘রেকর্ড-সিডি-ক্যাসেট’-নির্ভর শ্রবণের মাধুর্য আর আনন্দের দিনগুলি। এরই সমাধানে আমরা একটি বিকল্প পন্থা উদ্ভাবন করতে সক্ষম হয়েছি। এটি এমন একটি প্লাস্টিক অ্যালবাম (স্মার্ট অ্যালবাম), যার সাহায্যে ইউটিউব বা অন্য ডিজিটাল মাধ্যমে ক্লান্তিকর খোঁজাখুজি না করেই আমরা পছন্দের শিল্পীর সংগীত-অভিনয়-নাচ-গল্পপাঠ ইত্যাদি সবকিছুই মুহূর্তের মধ্যে শুনে বা দেখে নিতে পারব, সরাসরি। ঠিক আগেকার দিনের মত।
স্মার্ট অ্যালবাম একটা ছোট্টো প্লাস্টিক কার্ড, দেখতে ATM কিম্বা ক্রেডিট কার্ডের মত। এর একদিকে রয়েছে অ্যালবামের নাম, শিল্পীর ছবি সহ অন্যান্য বর্ণনা, এবং অন্যদিকে নিয়মাবলী আর একটি স্ক্র্যাচ কোড। স্মার্টফোনের স্ক্যানারে কোডটা স্ক্যান করলেই, অ্যালবাম থেকে গান-কবিতা-নাটক-সিনেমা ইত্যাদি দেখা এবং শোনাও যাবে। ব্লু টুথের সাহায্যে সাউণ্ড সিস্টেম বা হোম থিয়েটারে সেগুলি আরও উপভোগ্য হয়ে উঠবে। একটি সুদৃশ্য জ্যাকেটের মধ্যে স্মার্ট অ্যালবামটি রাখা থাকে।

স্মার্ট অ্যালবামের সুবিধা
• ইউটিউব বা অন্য ডিজিটাল মাধ্যমে আর গান খোঁজাখুজি করতে হবে না।
• স্মার্ট অ্যালবাম ব্যবহার করে নির্বাচিত যেকোনো গান নিমেষেই শোনা যাবে।
• ডিজিটাল প্ল্যাটফর্মের মত গান শোনবার বিড়ম্বনা আর থাকবে না।
• নিজের ব্যক্তিগত মিউজিক লাইব্রেরি গড়ে তোলা যাবে।
• স্মার্টফোনই হয়ে যাবে আমাদের মিউজিক লাইব্রেরি।
• যেকোনো সময় / পরিস্থিতে নিমেষের মধ্যে পছন্দের অ্যালবাম থেকে গান শুনে নেওয়া যাবে।
• স্মার্ট অ্যালবামের সাহায্যে শিল্পীরা অনেক বেশি প্রচার ও পরিচিতি লাভ করবেন।
• স্মার্ট অ্যালবামের গান/তথ্য প্রয়োজনমত বদলে দেওয়া, যোগ করা এমনকি বাদও দেওয়া যায়।
• শিল্পীর গান কতজন / কোথায় / কতবার শুনেছেন তা জানা যাবে।
• প্রয়োজন হলে স্মার্ট অ্যালবামে পাসওয়ার্ড যুক্ত করা সম্ভব।
• স্মার্ট অ্যালবামের সাহায্যে উৎপাদনকারী এবং শিল্পীদের অনেক আর্থিক সুবিধা পাওয়া সম্ভব ।
• স্মার্ট অ্যালবাম পুরোনো দিনের মত গান শোনবার নস্টালজিয়া ফিরিয়ে দেবে।

বাংলা আকাদেমি সভাঘরে একটি প্রেস-কনফারেন্সে এই স্মার্ট অ্যালবামটির আনুষ্ঠানিক প্রকাশ করা হলো। পণ্ডিত অজয় চক্রবর্তী, প্রমিতা মল্লিক, সুজিত সরকার (চিত্র পরিচালক ও প্রযোজক, মুম্বাই), সুবোধ সরকার ( বিশিষ্ট কবি এবং কবিতা আকাদেমির সভাপতি ), রূপম ইসলাম মোট ৪টি নমুনা অ্যালবামের আনুষ্ঠানিক প্রকাশ করলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্বেরা।
স্মার্ট অ্যালবামের নির্মাতা ডাঃ পূর্ণেন্দু বিকাশ সরকার, অডিও-ভিজ্যুয়াল প্রদর্শনের মাধ্যমে অ্যালবামের বিস্তারিত ব্যাখ্যা করেন।

Leave a Reply

0 Comments
scroll to top