Close

“টুকরো হয়ে ছড়িয়ে আছি” এই কাব্য গ্রন্থে -কবি কাজরী আনন্দ,বেদনা, বিস্ময়,ভালোবাসা ও বিষাদের বিভিন্ন স্তর তাঁর কবিতা কে সাজিয়ে তুলেছে


✍️ইন্দ্রজিৎ আইচ

সম্প্রতি “অন্যতর পাঠ ও চর্চা” প্রকাশন থেকে প্রকাশিত হলো কবি কাজরী রায়চৌধুরী র প্রথম কাব্যগ্রন্থ ” টুকরো হয়ে ছড়িয়ে আছি”। তিন দশক ধরে কবিতা লিখছেন কাজরী। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর তিনি। ইগনু থেকে তিনি মনোবিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর ও করেছেন। পাশাপাশি অনুবাদ, সম্পাদনা, কাউন্সিলিং করেন। পর্বান্তর, ভাষাবন্ধন, দলিল বার্তা, ডুবুরি, মনন, রবি
শষ‍্য, সহ নানা পত্র পত্রিকা ও ম্যাগাজিন এ তিনি বা তাঁর কবিতা প্রকাশিত হয়। তাঁর পেশার সূত্রে গ্রাম ও শহরের নিম্নবিত্ব অঞ্চলে প্রকৃতি ও প্রাকৃত মানুষের সাথে যোগাযোগ ও আত্মিক বন্ধন গড়ে ওঠে।তাদের দেখা, মেলামেশা, জীবন কে সব সময় উপলদ্ধি করা তার কবিতায় উঠে এসেছে।
“টুকরো হয়ে ছড়িয়ে আছি” এই কাব্যগ্রন্থে মোট ৫১ টি কবিতা রয়েছে। তাঁর কবিতা গুলি পড়তে পড়তে মনে হয় কবি কাজরীর প্রতিটা কবিতাই যেন জীবনমুখী। যেমন তাঁর “অগোছালো” কবিতায় কবি লিখছেন “বারবার গুছিয়ে নিতে চাই আমার দিকবলয়।
বারবার অগোছালো হয়েযায়,
অনেক কষ্ঠে বেড়া বেঁধেছিলাম বিপজ্জনক কার্নিশে। অকস্মাৎ দমকা বাতাস এলে ঘরবার সব একাকার হল নিমেষে”।।
আবার অন্য একটি কবিতা
“হন্যে শহর” এ লিখছেন
” কম্পিউটারে ব্যস্ত লাইন,
হাতে হাতে ঘোরে মোবাইল ফোন, এলার্ম ঘড়িতে পাঁচটায়
ডাক, দিন শুরু হয় নিয়মমাফিক…………..
কবির কবিতা যেন আপন ছন্দে আর মনের কল্পনায় ভর করে যে কোনো কবিতা প্রেমীর মনে জায়গা করে নেবে। তার ছন্দের কবিতাও যেন রোমান্টিক…যেমন এই কবিতাটি “বৃষ্টিতে”…..
“এখন যদি বৃষ্টি আসে আকাশ ভেঙে আসুক না,
প্রানের চেয়ে অধিক ভালোবাসেই যদি তোমায় কেউ বাসুক না…..
ঠিক তেমন এই “জ্বর” কবিতা
বাতাস যখন পুড়ছে ভীষণ জ্বরে,গাছের পাতাও জ্বরের অনুগামী, পায়ের নিচের তপ্ত রুক্ষ মাটি, পুড়িয়ে দেবে আকাশ প্রলয়কামী…….. আবার কবি লিখছেন “টুকরো হয়ে ছড়িয়ে আছি” কবিতায়
“আজো টুকরো হয়ে ছড়িয়ে আছি, তোমার রোদে মেঘে বাতাসে, পদ্মপাতায় জলের কনায়….এই রকম বহু কবিতা এই বইতে স্থান পেয়েছে। ভালো লাগে কবি কাজরীর আবহমান, বন্ধু জানে, ক্ষয়, নদীর নাম তিতাস, বিস্তার, একলা মানুষ, দরজা, দূরত্ব,
হে সময়, হে নাবিক, দুজনে,
শনিবার, হত্যা, দুই নদী, তোমার ভালো হোক, রোবট, রূপকথা, অলীক, মানুষের পৃথিবী, মে দিনের মৃত্যু, পার্ক, একটু সবুর কর, সূর্য থমকে আছে, ও ভিনজাতি সহ এই কবিতা গুলো।
আনন্দ,বেদনা, বিস্ময়, ভালোবাসা ও বিষাদের বিভিন্ন স্তর কবি তাঁর কবিতাকে সমবৃদ্ধ করে তুলেছেন। তাঁর কবিতায় সব সময় আত্ম- ,উপাদান উঁকি দিয়েছে সর্বজনীন আবেদন নিয়ে।তাঁর কবিতাগুলোর সম্পদ শুধু চিত্রময়তা এবং আন্তরিক
স্বতন্ত্র কন্ঠস্বর ঘিরেই। কবি কাজরী রায়চৌধুরীর এই কাব্যগ্রন্থ টি প্রকাশিত হয়েছে নারী দিবসে। এই বইয়ের নামকরণ (টুকরো হয়ে ছড়িয়ে
আছি)এই নামের সাথে সুন্দর সামঞ্জস্যপূর্ণ প্রচ্ছদ এঁকেছেন পম্পা বিশ্বাস। ৬৪ পাতার এই বই টি যেমন সুন্দর নির্ভুল ছাপা তেমন অপূর্ব বাইন্ডিং। সব মিলিয়ে সকল কবিতা প্রেমীর সংগ্রহে’র রাখার মতন
এই কাব্যগ্রন্থ ।
বই এর নাম ” টুকরো হয়ে ছড়িয়ে আছি”।
প্রকাশক- অন্যতর পাঠ ও চর্চা।
১২৩, রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড, কলকাতা-৭০০০৪৭.
ফোন-৯৮৩০৩১৮৫৭৮.
মূল্য – ১০০ টাকা।

Leave a Reply

0 Comments
scroll to top