Close

টালিগঞ্জ আমরা কজন ওমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের খুঁটিপুজো

✍️By Ramiz Ali Ahmed

টালিগঞ্জ আমরা কজন ওমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের খুঁটিপুজো হয়ে গেল সোমবার জমজমাটভাবে।খুঁটিপুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ক্রীড়া সেলের চেয়ারম্যান বাবুন ব্যানার্জী, গায়িকা জোজো মুখার্জী, রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান,খড়কুটো,’শ্রীময়ী’,’মোহর’,’দেশের মাটি’,’ধূলোকণা’র মতো একাধিক জনপ্রিয় মেগা ধারাবাহিকের চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় প্রমুখ।

মহিলা পরিচালিত ক্লাবের এটি দ্বিতীয় বছর পুজো।ক্লাবের ছয় সদস্য স্বাগতা চক্রবর্তী,বিপাশা সেন রায়,পৌলমি সাহা,রাখি ভট্টাচার্য, অর্পিতা রায় চোধুরী, মুনমুন রায়চৌধুরী এবার নিজেরাই বানাবেন তাঁদের পুজোর প্যান্ডেল থেকে সবকিছু সাথে থাকবে বাচ্চাদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান।গতবারের মতো এবারও থাকবে সামাজিক কর্মকান্ডও।

Leave a Reply

0 Comments
scroll to top