পৃথা ঘোষ:শৈশবের বেশিরভাগই কেটেছিল বৃন্দাবনে। তাঁর বাবা বৌদ্ধ ধর্মাবলম্বী অস্ট্রেলিয়ান,মা গুজরাতের ধনী ব্যবসায়ী পরিবারের মেয়ে। পরিবারের অমতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। এরপর আর্থিক সংকটের মধ্যে ১৯৮৪ সালের ২৯ শে সেপ্টেম্বর জন্ম নেয় ‘কিসনা দ্য ওয়ারিয়র পোয়েট’ খ্যাত অভিনেত্রী ঈশা শরবাণী। পাঁচ বছর বয়সে সপরিবারে তারা বৃন্দাবনে চলে গিয়েছিল। সেখানেই আধ্যাত্মিক পরিবেশে ঈশা বেড়ে উঠেছিল। এরপর কখনো বেঙ্গালুরু কখনো কেরলায় শৈশব কেটেছে।৯ বছর বয়সে স্কুলে ভর্তি হলেও পড়াশোনায় মন বসত না ছোট্ট ঈশার। বরং নাচের মধ্যেই তিনি খুঁজে পেতেন নিজেকে। তাঁর মা পন্ডিত বিরজু মহারাজের শিষ্যা ছিলেন। সম্ভবত সেই সুত্রেই তিনি নৃত্যকলার সাথে একাত্ম হয়ে উঠেছেন। ঈশা কত্থক,মালকাম,ছৌ,কলারিপয়ত্তুর মতো ট্রাডিশনাল ডান্স ফরম থেকে শুরু করে ওয়েস্টার্ন ফরম সবেতেই পারদর্শী।২০০৫ সালে সুভাষ ঘাইয়ের ছবিতে আত্মপ্রকাশ ঘটে ঈশার। তারপর একে একে ‘দরওয়াজা বন্ধ রাখো’,’রকি,দ্য রেবল’,’লাক বাই চান্স’,করিব করিব সিঙ্গেল ‘ছবিতে অভিনয় করছেন।অভিনয় করেছেন দক্ষিণী ছবিতেও। কিন্তু বলিউডের প্রথম সারির অভিনেত্রী তিনি কখনো হয়ে উঠতে পারেননি। তবে নৃত্যশিল্পে তাঁর দক্ষতা তাক লাগিয়েছিল দর্শকদের হৃদয়ে।অতীতে ভারতীয় ক্রিকেটার জাহির খানের সঙ্গে দীর্ঘদিন ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন তিনি। যদিও প্রকাশ্যে এই সম্পর্ক তাঁরা কেউই মেনে নেননি।২০১২ সালে এই যুগল সম্পর্কে ইতি টানেন।ঈশা বর্তমানে অস্ট্রেলিয়ার পারথে থাকেন, সঙ্গে সাত বছরের পুত্র লুকা। তিনি একজন সিঙ্গেল মাদার। স্বাধীন ভাবে জীবন যাপন করতে পছন্দ করেন বলেই এমন সিদ্ধান্ত তিনি নিয়েছেন, জানিয়েছেন ঈশা। এখন সেখানেই মায়ের নৃত্য সংস্থার কর্ণধার তিনি,বিদেশে জনপ্রিয় করে তুলছেন ধ্রুপদী নৃত্যকলাকে। অনুসরণ করছেন নিজের প্যাশন।