নিজস্ব প্রতিনিধি: কলকাতার রাস্তায় জাতীয় পুরস্কার প্রাপ্ত পটের গানের শিল্পী কল্পনা চিত্রকর, নূরউদ্দীন চিত্রকর শোনালেন করোনার সচেতনতা বিষয়ক গান।পটের পরতে,পরতে করোনা মহামারী সম্পর্কে আঁকা ছবি।এসেছিলেন পূর্ব মেদিনীপুর থেকে।অন্যদিকে বীরভূমের বহুরূপীর দলের সুবল দাস বৈরাগ্য, ধনেশ্বর বৈরাগ্য,সুজিত বাজিকর, রবীন্দ্রনাথ সাহারা শোনালেন অন্নপূর্ণা,গাজনের গান।শহরের বুকে এই আসর বসল কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যালের দ্বিতীয় সিজন উপলক্ষে পূর্ণ দাস রোডে মাছ,মছলি এন্ড মোর রেস্তরাঁর সামনে।শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত এই উদ্যোগ দ্যা ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সির সুদীপ্ত চন্দের,সাথে ছিলেন সোমা দাস, কৌশিক ইভেন্টস,কার্পে ডিয়েম।সহযোগিতায় সুরজিৎ কালা,গ্রীন আপ,রেপ্লিকা,টার্ন ইট গ্রীন।
শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা সকল স্ট্রিট মিউজিশিয়ানের হাতে তুলে দিলেন এক বছরের জন্য এক লক্ষ টাকার বীমার শংসাপত্র।
ক্যাকটাসের ফ্রন্ট ম্যান সিধু শোনালেন বধূ রে, মিউজিক্যাল স্যান্ডউইচ খ্যাত নীলাঞ্জন সাহা শোনালেন অঞ্জন দত্তের সবাই,থার্ড স্টেজের সৌরজ্যোতি-কৃষ্ণেন্দু শোনালেন নিজেদের মৌলিক গান,পার্ক স্ট্রিটের মহম্মদ ইব্রানের বাঁশিতে বেজে উঠল বড়ে আচ্ছে লাগতে হ্যাঁ।এক বিশেষ বিভাগে সম্মান জানানো হল বিশিষ্ট সুরকার,যন্ত্রী রকেট মন্ডলকে তাঁর সঙ্গীত জগতে অবদানের জন্য।এই বিশেষ বিভাগে রকেট মন্ডলের সুরে সঙ্গীত পরিবেশন করলেন চন্দ্রিমা ভট্টাচার্য ( কাকে তুমি চাও,অংশুমানের ছবি), অরিত্র মুখোপাধ্যায় ( আমার পেশায় কলকাতা,আধুনিক)।সৌভিক মুখোপাধ্যায়ের সেতারে মান্ড আধারিত ধুন পরিবেশন করেন শুভ্র শঙ্খ সরকারের কাহন সহযোগে।অনির্বাণ ঘোষ গাইলেন বেলা বোস,দেবজিত ব্যানার্জি গাইলেন প্রিয়তমা,ঋতবান গুহ শোনালেন লালনের গান জাত গেল।
সব মিলিয়ে নানা রকমের গানে জমজমাট হয়ে উঠল কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যালের দ্বিতীয় সিজন।আবার একটা বছরের অপেক্ষা।