Close

ছোটর দাবি দীপাবলি সম্মান

নিজস্ব প্রতিনিধি:বিশিষ্ট কবি ও শিশুসাহিত্যিক অশ্রুরঞ্জন চক্রবর্তী সম্পাদিত ‘ছোটর দাবি’ পত্রিকা। পশ্চিমবঙ্গের হাওড়া জেলার এই পত্রিকা প্রকাশিত হচ্ছে ১৯৯০ সাল থেকে। ছোটদের সুপরিচিত এই পত্রিকা শ্যামা পুজোয় পরিক্রমার মাধ্যমে ‘ছোটর দাবি দীপাবলি সম্মান’ প্রদান করছে পশ্চিমবঙ্গের বিভিন্ন পুজো কমিটিকে। এই উদ্যোগ ২০২১ সালে দশ বছরে পা রাখল। ‘ছোটর দাবি’-র সহ সম্পাদক কবি অংশুমান চক্রবর্তী জানালেন, আমরা পূজা পরিক্রমা শুরু করেছি ২০১২ সালে। আগের বছরগুলোতে কলকাতা ও হাওড়ার বহু বিখ্যাত পুজো এই শারদ সম্মান পেয়েছে। ২০২০ সাল থেকে আমরা মূলত সেইসব পুজোগুলোকেই সম্মান জানাচ্ছি, যেগুলো ঘরোয়া, রুচিশীল এবং কম বাজেটের। আড়ম্বর নয়, যেখানে লেগে রয়েছে আন্তরিকতার ছোঁয়া। সেরা পুজো, প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা, পরিবেশ, ভাবনা প্রভৃতি বিভাগে আমরা পুরষ্কার প্রদান করে থাকি। পাশাপাশি আছে বিশেষ পুরষ্কার। কালী পুজোর পাশাপাশি দুর্গা, জগদ্ধাত্রী, সরস্বতী পুজোতেও আমরা পুজো পরিক্রমার আয়োজন করি। শুরু থেকেই বহু মানুষ আমাদের এই উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের সহযোগিতায় উদ্যোগটি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে।
মুদ্রিতর পাশাপাশি অনলাইনেও প্রকাশিত হয় ‘ছোটর দাবি’ পত্রিকা। লেখেন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ দেশের বিভিন্ন রাজ্য ও দেশের বাইরের বহু লেখক। ১ নভেম্বর কবি অশ্রুরঞ্জন চক্রবর্তী-র জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছে ‘ছোটর দাবি’-র বিশেষ অনলাইন সংখ্যা। ‘ছোটর দাবি’ পত্রিকার উদ্যোগে আগে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হতো।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top