Close

‘চিনে বাদাম’-এর শুভ মহরত

✍️By Ramiz Ali Ahmed

বুধবার জেরেক এন্টারটেইনমেন্টের অফিসে ‘চিনে বাদাম’ ছবির শুভ মহরত সম্পন্ন হল।ছবিটির পরিচালনায় আছেন শিলাদিত্য মৌলিক।

মহরতে যশ,এনা ও শিলাদিত্য মৌলিক

ছবির কাহিনি বন্ধুত্বের এবং ভালো থাকার প্রয়াস।ছবির কাহিনিতে দেখা যাবে ঋষভ একজন প্রযুক্তিবিদ, যিনি চিনে বাদাম নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করেছেন।অ্যাপটি নিঃসঙ্গ মানুষদের বন্ধু খুঁজতে সাহায্য করে।ঋষভের বান্ধবী তৃষ্ণা তাকে অ্যাপটি তৈরি করতে সাহায্য করে।আর এই প্রোজেক্টটি করার সময়ই তাদের ব্যক্তিগত সম্পর্কে ছেদ আসে।তখন তারা নিজেদের তৈরি করা অ্যপ থেকেই বন্ধু খুঁজে পেতে লগ ইন করে।তারপর কি হয় সেটা জানতে ছবিটা দেখতে হবে।

এই মাসের শেষে বা সেপ্টেম্বরের প্রথমে শুরু হবে ছবির শুটিং।কলকাতার বিভিন্ন জায়গায় ছবির শুটিং হবে।ছবির মুখ্য দুই চরিত্রে রয়েছেন যশ দাসগুপ্ত ও এনা সাহা।এই ছবিটির প্রযোজকও এনা সাহা।

নতুন জুটি যশ ও এনা

তার প্রযোজনায় প্রথম ছবি ‘এসওএস কলকাতা’-তেও নায়কের ভুমিকায় ছিলেন যশ।ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখছেন পরিচালক স্বয়ং।ছবিতে চারটে গান থাকবে।মিউজিকের দ্বায়িত্ব সামলাচ্ছেন সৌম্যারিত।এ বছরের শেষের দিকেই ‘চিনে বাদাম’ মুক্তি পেতে পারে বলে জানা গেল।

Leave a Reply

0 Comments
scroll to top