Close

চণ্ডীতলা প্রম্পটার-এর ২৩ তম বর্ষপূর্তি সন্ধ্যায় মঞ্চস্থ হলো দুটি নাটক ও বিভা রানী সন্মাননা প্রদান অনুষ্ঠান

✍️ কেকা আইচ

সম্প্রতি ২৩তম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে চন্ডীতলা প্রম্পটার ডাকবাংলো মুক্তমঞ্চে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। প্রিয়াঙ্কা ঘোষের পরিচালনায় আলাপ নৃত্যালয়ের শিল্পীদের চমৎকার নৃত্য পরিবেশনের পর প্রতিবছরের মতো এবছর “বিভা রানী স্মৃতি সম্মাননা ২০২৩” প্রদান করাহয় এলাকার জন নায়ক, কবি, সাহিত্যিক ও একনিষ্ঠ সমাজ সেবক ডঃ সুবীর মুখোপাধ্যায় এর হাতে।বর্ষীয়ান সদস্য ডঃ অজয় পাল তুলে দেন এই স্মারক।স্মারক প্রত্ৰ পাঠ করেন সুরজিৎ কোলে, উপহার তুলেদেন চণ্ডীতলা প্রম্পটার এর সম্পাদক প্রদীপ রায়ের ৮৬ বছরের পিতা কানাই লাল রায়। কৌশিকি ভট্টাচার্য্য, নিশিকা সামন্ত একক নৃত্য,পিয়ালী ব্যানার্জী ও আদিত্য রায় ও অসিত রায়ের কন্ঠে গান সকল শ্রোতা দর্শকদের মুগ্ধ করে।
এরপর রাজস্থানের নাট্যদল রঙ্গ সংস্কার থিয়েটার দল প্রযোজিত ও সঞ্জয় চট্টোপাধ্যায় নির্দেশিত নাটক ভোরের আশায়। নির্দেশনা ও একক অভিনয়ে মোনালিসা দাস।করোনা কালীন সময়ে একটি পোশাকের দোকানকে কেন্দ্র করে জীবন যন্ত্রনার অনুভূতি প্রকাশ ছিল নাটকের মূল বক্তব্য। অসাধারণ অভিনয় করেছেন মোনালিসা দাস।
সবশেষে চন্ডীতলা প্রম্পটার এর এবছরের নিজস্ব প্রযোজনা “মুক্তিসূর্য ক্ষুদিরাম” নাটকটি মঞ্চস্ত হয়। নাটক ও নির্দেশনায় ছিলেন দলের কর্ণধার প্রদীপ রায়। ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল যাঁদের আত্মবলিদানে, তাঁদের মধ্যে সর্ব কনিষ্ঠ হলো ক্ষুদিরাম বসু। তাঁর জন্ম থেকে ফাঁসি পর্যন্ত যে জীবনের ট্রাজেডি ও ঘটনাগুলোকে যেভাবে আলোকপাত করা হয়েছে এই নাটকে তা এককথায় অপূর্ব। তিন বছরের শিল্পী থেকে ৮৬ বছরের শিল্পী অভিনয়ে মাতিয়ে দিয়েছে এই নাটকে। যা এককথায় অনবদ্য। সবমিলিয়ে একদিনের এই নাট্যদলের আয়োজন ছিলো চোখে পড়ার মতন। এরজন্য সাধুবাদ জানাই
দলের প্রাণপুরুষ অভিনেতা ও পরিচালক প্রদীপ রায় কে।

Leave a Reply

0 Comments
scroll to top