Close

গ্যালারি গোল্ডে শুরু হলো আগমনী এক্সিবিশন ২০২২ এর

নিজস্ব প্রতিনিধি : গ্যালারি গোল্ডে শুরু হলো আগমনী এক্সিবিশন ২০২২। উপস্থিত ছিলেন মহাশ্বেতা মুখার্জি, রঞ্জিতা সিনহা, নন্দিনী ভট্টাচার্য, অনিমেষ চৌধুরী, এছাড়া আগমনীর আয়োজক তন্বী চৌধুরী ও সুমিত্রা চক্রবর্তী। এই এক্সিবিশন সম্পর্কে সংস্থার আয়োজক জানান এটি আমাদের প্রথম প্রয়াস এখানে প্রায় ১৬ টির মত স্টল রয়েছে যেখানে আপনারা পেয়ে যাবেন সবরকম আইটেম অর্থাৎ একই ছাদের তলায় সব রকম প্রোডাক্ট, শাড়ি, কুর্তি, মেখলা, টপ, টি-শার্ট, ব্লাউজ, চাদর, বেডকভার,চুরিদার,বেল্ট, ও সমস্ত রকমের জুয়েলারি আইটেম আজ এবং আগামীকাল এই দুদিন চলবে এই এক্সিবিশন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ।

ছবি-সত্যজিৎ চক্রবর্তী।

Leave a Reply

0 Comments
scroll to top