Close

গোবরডাঙা নাবিক নাট্যম বিশ্ব পরিবেশ দিবস পালন করলো মহা সমারোহে


ইন্দ্রজিৎ আইচ:৫ই জুন ২০২২ ছিলো বিশ্ব পরিবেশ দিবস। সেই উপলক্ষে গোবরডাঙা নাবিক নাট্যম উজ্জাপন করলো বিশ্ব পরিবেশ দিবস। প্রকৃতির সাথে নিজেদের মেল বন্ধন দৃঢ় করতে ৪২ টি বৃক্ষ রোপন করলো গোবরডাঙা নাবিক নাট্যম। তাঁদের সাথে পা মেলালেন এলাকার বিশিষ্ট সমাজ সচেতন মানুষেরা। প্রকৃতিকে সুষ্ঠ ভাবে টিকিয়ে রাখতে আগামী প্রজন্মেকে নতুন বার্তা দিলো গোবরডাঙা নাবিক নাট্যম। বৃক্ষ রোপনে উপস্থিত ছিলেন নাবিক নাট্যমের প্রতিষ্ঠাতা প্রদীপ কুমার সাহা এবং নাবিক নাট্যমের সকল কুশিলব। সংস্থার সম্পাদক অনিল কুমার মুখার্জী জানান পরিবেশ কে সুস্থ রাখার দায় আমাদের সকলের, সেই বিষয়ে মানুষকে সচেতন করাই আমাদের মূল উদ্দেশ্য। সংস্থার প্রতিষ্ঠাতা প্রদীপ কুমার সাহা বলেন পরিবেশ রক্ষায় আমাদের সকলকে সচেতন হতে হবে। সংস্থার কর্ণধার জীবন অধিকারী বলেন শুধু ৫ ই জুন নয় বছরের ৩৬৫ দিন ই হোক বিশ্ব পরিবেশ দিবস।

Leave a Reply

0 Comments
scroll to top