Close

গুরু শিষ্য পরম্পরা

নিজস্ব প্রতিবেদক:ওমকারনাথ মিশন সুতানুটি পরিষদ এবং সন্তুর আশ্রমের সাথে যৌথভাবে সন্তুর কিংবদন্তী তরুণ ভট্টাচার্য এবং তার শিষ্যদের সমন্বিত “গুরু শিষ্য পরম্পরা” উপস্থাপন করে।

পণ্ডিত তরুণ ভট্টাচার্য এদিন তাঁর ছাত্র চিরদীপ সরকার কে সঙ্গে নিয়ে উপস্থাপনা করেন তাঁর নিজের সৃষ্ট রাগ ” গঙ্গা “, তবলা সঙ্গতে জ্যোতির্ময় রায়চৌধুরী এবং শ্রীখোল- এ চন্দন চ্যাটার্জী I
এদিনের অনুষ্ঠান শুরু হয় সন্তুর আশ্রমের ছাত্রছাত্রীদের দুটি সমবেত সঙ্গীত পরিবেশনের মাধ্যমে I
ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য গুরু শিষ্য পরম্পরার রীতিকে সঙ্গে নিয়ে কত্থক নৃত্য শিল্পী বিদূষী মধুমিতা রায় এবং তাঁর সুযোগ্য শিষ্যা সুপ্রভা মুখার্জী সুতানুটি পরিষদ এ পরিবেশণ করেন গুরুবন্দনা, এরপর তাল ধামার ও তিনতাল এবং শেষ নিবেদন এ শ্রীকৃষ্ণের প্রতি প্রেম নিবেদনের অধ্যায় দিয়ে দর্শকদের অকৃত্রিম ভালবাসা লাভ করেন।
গুরু শিষ্য পরম্পরা শীর্ষক অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিল সুতানুটি পরিষদ এবং PLAY ON সহযোগী নিবেদক ওঙ্কারনাথ মিশন।

Leave a Reply

Leave a comment
scroll to top