১০ জুলাই, ২০২১ : গণিতের বিশিষ্ট রূপকার কেশব চন্দ্র নাগ-এর ১২৮ তম জন্মবর্ষ অনলাইনে আজ পালিত হল। অনুসন্ধানের উদ্যোগে ছাত্র-ছাত্রী অভিভাবক এবং রাজ্যের বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই অনুষ্ঠানে কেশব চন্দ্র নাগ-এর জীবন ও কর্ম সম্বন্ধে বিস্তারিত আলোচনা হয়। গণিতে তাঁর যুগান্তকারী অবদানের কথা সকলেই কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। এ বিষয়ে আচার্য আশুতোষ মুখোপাধ্যায়ের সান্নিধ্যে আসায় তাঁর কাজে অনেক সুবিধা হয়, এ কথা উল্লেখিত হয়। এদিন সভার শুভ সূচনা করেন প্রধান শিক্ষক বিশিষ্ট গণিত শিক্ষক এবং শিক্ষা আন্দোলনের অন্যতম কর্মী অজিত নায়েক, কেসি নাগ স্মারক বক্তৃতা দেন শোভন কুমার বসু। এদিনের সভায় বক্তব্য রাখেন শশাঙ্ক শেখর মন্ডল, ড. দেবব্রত মুখোপাধ্যায়, প্রশান্ত কুমার বসু, ড. পাপিয়া দেবনাথ, ড. দেবব্রত মুখোপাধ্যায়, ড. কমল কৃষ্ণ দাস, কৌশিক সাঁধুখা, গৌরাঙ্গ সরখেল, আখের সর্দার নায়ীমুল হক প্রমূখ। ছাত্রছাত্রীদের মধ্যে দিন বক্তব্য রাখেন রামপুরহাট হাই স্কুলের ছাত্রী তানিশা তানভি। প্রসঙ্গত উল্লেখ্য এদিন সভায় সম্প্রতি প্রয়াত বিশিষ্ট গণিতবিদ অবসরপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর দিলীপ কুমার সিংহ সম্পর্কে স্মৃতিচারণা করেন তাঁর ভাই বিশিষ্ট কম্পিউটার বিশেষজ্ঞ ড.দেবপ্রসাদ সিংহ। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন অনুসন্ধানের অন্যতম কর্মকর্তা ও বিশিষ্ট কৃষি বিজ্ঞানী অধ্যাপক মতিয়ার রহমান খান