Close

গড়িফা নাট্যায়ন এর রজত জয়ন্তী বর্ষে নাট্য উৎসব

✍️কেকা আইচ

সম্প্রতি গরিফা নাট্যায়নের নাট্য উৎসবের রজত জয়ন্তী বর্ষ একাঙ্ক নাট্য উৎসব অনুষ্ঠিত হয় সুভাসগড় স্পোর্টিং ক্লাবের মাঠে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা নৈহাটি বিধান সভার বিধায়ক,নাটকের মানুষ,কাজের মানুষ,কাছের মানুষ পার্থ ভৌমিক , গ্রুপ থিয়েটার পত্রিকার সম্পাদক দেবাশিষ বন্দোপাধ্যায়, নাট্য পরিচালক ও অভিনেতা কনক মুখার্জ্জী, স্থানীয় কাউন্সিলর সন্দীপ রায়, গৌর চন্দ্র দাস,গরিফা নাট্যায়নের গুরু দেব কুমার দাস,সভাপতি দিপালী দাস সহ বিশিষ্ট ব্যাক্তি বর্গ। পাঁচ দিনে মোট ১৪টি নাটক মঞ্চস্থ হয়। প্রতিটি নাটকই দর্শক মনে সাড়া ফেলেছে। যে সকল দল এই উৎসবে অংশ গ্রহন করেছে—
সৃষ্টি শালকিয়া, ইউনিটি মালঞ্চ, ফিনিক কাঁচরা পাড়া,
কালিয়াগঞ্জ অনন্য থিয়েটার,ব্যান্ডেল নান্দনিক,বিভাব নাট্য আকাদেমী, গরিফা নাট্যায়ন,ঢাকুরিয়া চন্দ্রদীপ নাট্য সংস্থা,আতপুর জাগৃতি,আসানসোল প্রত্যয়ী,সমাজ দর্পন দঃ বারাসাত,রসুল পুর প্রিজম,বর্ধমান স্বপ্ন অঙ্গন ও বীরভূম সেজুতি। প্রতিদিন প্রেক্ষাগৃহ ছিল দর্শকে পূর্ণ। সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবাশিষ সরকার, অঞ্জন ভট্টাচার্য, সঞ্জিব দাস। সুভাসগড় স্পোর্টিং ক্লাবের সম্পাদক অভিজিৎ দাস সহ সকল সদস্যরা ভীষন ভাবে সহযোগিতা করেছেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন গরিফা নাট্যায়নের সুকদেব চক্রবর্ত্তী।

Leave a Reply

0 Comments
scroll to top