Close

খেয়ালী সংঘ’র খুটিপুজো

নিজস্ব প্রতিনিধি:খেয়ালী সংঘ পার্ক সার্কাস এর উদ্যোগে আয়োজিত হলো খুঁটি পুজো। সাথে সাথে করা হলো মানব সেবায় স্বাস্থ্য পরীক্ষা শিবির। উপস্থিত ছিলেন শ্রী দেবাশীষ কুমার-ক্লাব এর চেয়ারম্যান , এই ক্লাব এর সভাপতি শ্রী জয়দীপ মুখোপাধ্যায় ।এবছরের ক্লাব এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পণ্ডিত মাল্লার ঘোষ এবং মল্লিকা ঘোষ ।

অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর সম্মী জাহান (৬৪ নম্বর ওয়ার্ডে) , দিলীপ বোস (৬৯ নম্বর ওয়ার্ড), বাবাই দা (৭০ নম্বর ওয়ার্ড)।

এবছরের ভাবনা ” তোমার খাঁচায় আমার বাচ্চা”।ভাবনায় প্রীতম মুখোপাধ্যায় ।মণ্ডপে চমক আছে বললেন ক্লাব সেক্রেটারি শ্রী শুভজিৎ মুখোপাধ্যায়। প্রতিমা সাবেকি একচালা হচ্ছে , মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ী রূপদান করেছেন শ্রী দুলাল চন্দ্র রুদ্র পাল বললেন ক্লাব কোষাধ্যক্ষ শ্রী অমিত দত্ত মহাশয়।

এই আনন্দ যজ্ঞে স্বাস্থ্য পরীক্ষায় সাহায্য করেছেন লিওন ক্লাব কলকাতা নর্থ এবং মুক্তি ফাউন্ডেশন তাদের ক্লাব এর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হলো।

Leave a Reply

0 Comments
scroll to top