Close

কোলকাতা অনুভবের মনোজ্ঞ সংস্কৃতিক সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক:কোলকাতা অনুভব এবং কেন্দ্রীয় সরকারের সাংস্কৃতিক দপ্তরের যৌথ উদ্যোগে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান – ” কাব্য নাট্য মুকাভিনয় অঔর লোককথা ” অনুষ্ঠিত হয়েছিল , গত ২৪ শে অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার কলকাতার সুজাতা সদন অডিটরিয়ামে। এই মনোজ্ঞ অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করেছিলেন ডা: হৈমন্তী চট্টোপাধ্যায় ( মেম্বার সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল স্টেট একাডেমী অফ ডান্স ড্রামা মিউজিক এন্ড ভিসুয়াল আর্টস্ কলকাতা) , ডা : তরুণ প্রধান (হেড অফ দা ডিপার্টমেন্ট ড্রামা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কলকাতা), শ্রীযুক্ত নৌশাদ মল্লিক (সাংবাদিক ও টেলিফিল্ম পরিচালক ), শ্রীযুক্ত অভিজিৎ সাঁতরা ( ডিরেক্টর এন্ড প্রিন্সিপাল অফ আয়ুষ্মী ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট, কলকাতা ) এই সকল গুণীজনদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয় এবং তারপর তাদের মূল্যবান বক্তব্য অগণিত দর্শকদের উদ্দেশ্যে উনারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান উদ্বোধনী সংগীত হিসেবে পরিবেশন করেন শিল্পী সঞ্জীব ঘোষ , যা প্রতিটি দর্শকবৃন্দদের মন ছুঁয়ে যায় । এরপরেই মঞ্চে আসেন প্রখ্যাতা ওড়িসি নৃত্য শিল্পী ও মূকাভিনয় এবং নাটকে সমানভাবে দক্ষ শ্রীমতি বিজয়া দত্ত মহাশয়া , যিনি এই উক্ত অনুষ্ঠানে ওড়িসি নৃত্য পরিবেশন করে দর্শকদের আরো একবার অভিভূত করেন। শিশু শিল্পী উদ্ভব দাসের আবৃত্তি ও শ্রীখোল বাদন দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে তোলে । বিশেষ অতিথি শ্রীযুক্ত নৌসাদ মল্লিক মহাশয় “কোলকাতা অনুভবের” ঐকান্তিক অনুরোধে একটি কবিতা আবৃত্তি করে দর্শক শ্রোতাদের মন জয় করেন । উক্ত দিনে, উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় স্মারক, পুষ্পস্তবক ও উত্তরীয় প্রদানের মাধ্যমে । এছাড়াও আরো বেশ কিছু গুণীজনদের উপস্থিতি এই অনুষ্ঠানকে আরো গৌরবোজ্জ্বল করে তুলেছিল তাদের মধ্যে ছিলেন ডা: শ্রীধর মহাদেবন, ডা: অনিক ব্যানার্জি, শ্রীমতি সুস্মিতা পান্ডা ,শ্রীমতি আয়েশা খাতুন, শ্রীমতি বর্শানি নাথ চ্যাটার্জী ও শ্রীমতি রুপা ঘোষ । কোলকাতা অনুভবের অনুরোধে ডা : শ্রীধর মহাদেবন তার সুললিত কন্ঠে দুটি আধুনিক গান পরিবেশন করে দর্শক শ্রোতাদের আপ্লুত করেন। এরপর অনুষ্ঠানের প্রধান আকর্ষণ একটি একক অভিনয় “নারীর অব্যক্ত যন্ত্রণা” পরিবেশন করেন প্রখ্যাতা অভিনেত্রী ও মূকাভিনেত্রী শ্রীমতি কৃষ্ণা দত্ত মহাশয়া। তার অভাবনীয় অভিনয় দর্শক মন্ডলীর মন ছুঁয়ে যায় ।অনুষ্ঠানে একটি ভিন্ন স্বাদ নিয়ে আসে একটি হাসির নাটক “চিন্তা হরণ” । এই নাটকে শ্রীমতি বিজয়া দত্ত, শ্রী সুব্রত বর্মন ও শ্রীমতি সবিতা ঘোষ তাদের মুন্সীয়ানার পরিচয় দেয় । বিশেষভাবে প্রশংসার দাবি রাখেন প্রখ্যাত মুখাভিনেতারা , শ্রী বৈদ্যনাথ চক্রবর্তী, শ্রী রনেন চক্রবর্তী, শ্রী মুকুল দেব এবং শ্রী দীপক মোস্তাফি । সর্বশেষ পরিবেশনা দুটি হাসির নাটক “আদায় কাঁচকলায়” এবং “রাজযোটক” দর্শকদের মুগ্ধ করে। এই নাটক দুটিতে অভিনয়ে ছিলেন শ্রীমতি সবিতা ঘোষ, শ্রীমতি শিলা চ্যাটার্জী ও শ্রী তাপস মুখার্জি। সমগ্র অনুষ্ঠানটি যন্ত্রানুসঙ্গে সহযোগিতা করেন শ্রী দিব্যেন্দু মালাকার মহাশয় । অনুষ্ঠানটি সুসঞ্চালনার দাবী রাখেন শ্রীমতি রাজলক্ষী শ্রীধর ।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top