Close

কোভিড যোদ্ধাদের সম্মাননা ও পথ শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ

জয়দেব দেবনাথ : গত বছর ডিসেম্বর মাসে চীন দেশ থেকে শুরু হওয়া করোনা মহামারীর প্রকোপ আজ ও শেষ হয়নি। সাত মাস হয়ে গেলেও আমাদের দেশ তথা আমাদের রাজ্য আজও করোনা মুক্ত হতে পারেনি, বরং আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই করোনা রোগ থেকে সাধারণ মানুষের যেমন মুক্তি ঘটছে ঠিক তেমনই বহু মৃত্যু ঠেকানো যাচ্ছে না। এত মাস ধরে যে সকল সহৃদয় মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় সাধারণ মানুষ করোনা রোগের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করেছেন সেই সকল করোনা যোদ্ধাদের সন্মান জানানোর উদ্যেশ্যে শ্যামবাজার দেশবন্ধু পার্কের ‘উত্তরের আড্ডা’ র আয়োজনে সম্প্রতি বর্তমানে কোভিড যোদ্ধাদের উদ্দেশ্যে ডাক্তার, নার্স, পুলিশ, এম্বুলেন্স কর্মী সহ সাফাই কর্মীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এই সকল কর্মীরা নিজের জীবনের বাজি রেখে এই অতিমারীর সময় মানুষের পাশে থেকেছেন। দুর্গাপুজোর কথা মাথায় রেখে এই অনুষ্ঠানেই পথ শিশুদের হাতে নতুন জামা কাপড় তুলে দেওয়া হয়। নতুন জামাকাপড় পেয়ে ছোট শিশুরাও খুবই খুশি। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের চেয়ারম্যান শ্রী দীনেশ বাজাজ। ১২, নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর  শ্রী মতি প্রণতী ভট্টাচার্য, সেরাম সংস্থার কর্ণধার শ্রী সঞ্জীব আচার্য। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন উত্তরের আড্ডার সম্পাদক শ্রী তরুণ দে। তরুণ বাবু বলেন, সমাজে যে সকল মানুষ নিজের জীবন বিপন্ন করে মানুষের জীবন বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন সেই সকল মানুষদের সন্মান জানাতে পেরে আমরা নিজেরাই সম্মানিত বোধ করছি। শারদীয়া’র সময় পথ শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে আমরাও খুশি হতে পেরেছি।

Leave a Reply

0 Comments
scroll to top