নিজস্ব প্রতিনিধি:প্রযোজক এনা, তার প্রযোজনা সংস্থা জারেক এন্টারটেনমেন্টের ব্যানারে একসঙ্গে তিনটি প্রজেক্টের শুটিং সারলেন কশ্মীরে।
কশ্মীরে নতুন একটি ছবির জন্য একটি গানের শুটিং হল।সেই গানে যশ ও নুসরত জাহান শুটিং করলেন একসাথে।
যশ-এনা অভিনীত শিলাদিত্য মৌলিকের ‘চিনে বাদাম’-এরও একটি গানের শুটিং হল কশ্মীরে। সেখানে এনা ও যশ ক্যামেরার সামনে।
সঙ্গে আরেকটি মিউজ়িক ভিডিওর শুটিং হল যেখানে এনা এবং রবি সাউ অভিনয় করেছেন।কাশ্মীরকে সুন্দরভাবে ব্যবহার করলেন প্রযোজক-অভিনেত্রী এনা সাহা।
সেই তিনটি শুটিং-এর এক্সক্লুসিভ ছবি রইলো আপনাদের জন্য