Close

কসমিক হারমোনি থেকে প্রকাশ পেল ‘নানা রঙের গান’

By Ramiz Ali Ahmed
কসমিক হারমোনি থেকে আজ কলকাতা প্রেস ক্লাবে প্রকাশ পেল গানের অ্যালবামে ‘নানা রঙের গান’।

কসমিক হরমোনি নিবেদিত,টোটন মৈত্র পরিকল্পিত প্রশান্ত ধাড়া প্রযোজিত ‘নানা রঙের গান’ অ্যালবামে মোট চারটি গান আছে।

গানগুলি গেয়েছেন প্রশান্ত ধাড়া, দেবারতি বন্দ্যোপাধ্যায়, শ্রাবনী মজুমদার, তুলা ও ইন্দ্রানী।অ্যালবামে আছে একটি রবীন্দ্রসঙ্গীত-‘আগুনের পরশমনি’।

‘নানা রঙের গান’ অ্যালবামের বাকি গানগুলি লিখেছেন লীলাময় পাত্র।সুর ও সঙ্গীতায়োজন করেছেন টোটন মৈত্র ও বাপ্পা চট্টোপাধ্যায়।

গানটি রেকর্ড হয়েছে ওম স্টুডিওতে,অ্যালবামের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তুহিন সিনহা,ভিডিও গ্রাফি কে এস ইভেন্টস-এর।

ছবি:স্পন্দন মল্লিক

Leave a Reply

0 Comments
scroll to top