Close

কলকাতা বইমেলায় প্রকাশিত হলো নাট্যকার ও অভিনেতা কৃষ্ণেন্দু ভট্টাচার্য র লেখা বই ” মিশন পলাশী এবং”

✍️কেকা আইচ

নাট্যকার ও অভিনেতা কৃষ্ণেন্দু ভট্টাচার্যের কল্প বিজ্ঞানের উপর লেখা বই প্রকাশিত হলো কলকাতা বইমেলায়। বইয়ের নাম ‘মিশন পলাশী এবং…’। বইটি প্রকাশ করেন বিখ্যাত লেখক শাহজাদ ফিরদৌস। ছিলেন খোয়াবনামার প্রকাশক রাজা পোদ্দার। এই বইটি ‘কল্পগল্প সিরিজ ১’ হিসেবে প্রকাশিত হয়েছে। তিনটি গল্প আছে বইটিতে। প্রথম গল্প ‘মিশন পলাশী’। এক খ্যাপাটে বৈজ্ঞানিকের আবিষ্কার করা টাইম মেশিনে চড়ে তার সঙ্গী হয়ে পলাশীর প্রান্তরে হাজির হয় এক কিশোর। উদ্দেশ্য সিরাজের পরাজয় ঠেকানো। যুদ্ধের আগের রাতে সিরাজের শিবিরে হাজির হয়ে তারা কি পারবে মীরজাফরের বিশ্বাসঘাতকতার কথা সিরাজের কাছে পৌঁছে দিতে? দ্বিতীয় গল্প ‘অন্য আর এক পৃথিবী’, যেখানে একটি গ্রামের ছেলে ঘটনাচক্রে কিছু অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারী হয়। কলকাতায় থাকতে এসে ডাকাত দলের মুখোমুখি হয়ে সে তার আশ্রয়দাতা পরিবারকে বাঁচায়। ছেলেটা মাঝে মাঝেই আকাশের দিকে হাত তুলে দাঁড়িয়ে থাকে ।তার সঙ্গে কি এক্সট্রা টেরিস্ট্রিয়াল কিছুর যোগ আছে? বলাইবাবু মর্নিং ওয়াকে বেরিয়ে কুড়িয়ে পান এক আশ্চর্য ঘড়ি। ঘড়িটার কাঁটাটা উল্টোদিকে ঘোরে। বলাইবাবুর টাকে চুল গজাতে থাকে। ঘটনা প্রবাহে সেই ঘড়ি দিয়ে পৌঁছয় একটা ছোট্ট মেয়ের হাতে, যে আবার হাঁটতে পারে না। কি হবে এবার! এই ঘটনা নিয়েই তৃতীয় গল্প ‘বলাইবাবুর ঘড়ি’। কৃষ্ণেন্দু ভট্টাচার্যের লেখা প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় ।এবারে ১২৬ পাতার এই বইটি প্রকাশিত হয়েছে ‘খোয়াবনামা’ প্রকাশনী থেকে। মূল্য ১৭০ টাকা। লেখক কৃষ্ণেন্দু ভট্টাচার্য্য।
বইটি এখন সল্টলেক সেন্ট্রাল পার্ক এর কলকাতা বই মেলার খোয়াবনামার ১৬৬ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

Leave a Reply

0 Comments
scroll to top