✍️মহুয়া বেগম
কবি,তুমি বলেছ-‘জাগো নারী বহ্নিশিখা’
বঞ্চনা সইছি যে- পেতে চাই সহৃদয় নেতার দেখা।
প্রয়োজনে কলকাতায় ফ্ল্যাট দরকার
টাকা নিয়েও কেন ফ্ল্যাট দেয়না প্রমোটার?
এত বছর বঞ্চনা পেয়ে-রয়েছি ডিপ্রেশনে
কবি,রয়েছি তোমার গান কবিতার সনে।
তাই বেঁচে আছি-একটু সুস্থ আছি কবি
তোমার গান কবিতায় জেগে উঠি-হৃদয়ে আঁকা তোমার ছবি।
কবি তুমি বলেছ-সাম্প্রদায়িক সম্প্রীতির কথা
তবুও এত বিভেদ কেন?চাই সাম্যতা।
কবি তুমি বলেছ মানবতার কথা
গানে কবিতায় বলেছ সাম্যের কথা।
তোমার প্রয়ান দিবসে কবি নজরুল স্মরি তোমায়
তোমাকে মনে রাখি শ্রদ্ধা আর ভালোবাসায়।