Close

কবিতা ভালোবেসে

✍️মহুয়া বেগম

ফিরদৌসী দি,

কুচক্রী ঐ মহিলার বিরুদ্ধে তোমার প্রতিবাদ স্পষ্ট

সেই মহিলা তাই আজও তোমায় দেয় কষ্ট।

পরিবেশ খারাপ তো ঐ কুচক্রীর কারনে,

ব্যবসায় হঠাৎ ধনী ওরা থাকেনা ভালো মনে।

লেখাপড়া শেখেনি ঐ মহিলা তবুও অহমিকা

সুস্থ সংস্কৃতি বোঝে না,জানে শুধু টাকা

রবীন্দ্র অনুরাগী ভদ্রমহিলার নামে অপপ্রচার করে

দামী পোশাকে অনেক খাবার খায়,মনের হিংসা ঝরে।

গুনহীনা ঐ মহিলার স্বামী ঘরজামাই

ঐ নারী জানে না রবীন্দ্রনাথ কে!ঈগো আছে তাই,

ফিরদৌসী দি তুমি সুরুচি দিয়ে চেয়েছ সুন্দর প্রগতি

অশ্লীল ঐ নারী চেয়েছে তোমার অবনতি

কবিতা ভালোবেসে তুমি ভালো ছিলে,ভালো থেকো।

হিংসুটে যা বলুক,কিছু যায় আসে নাকো।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top