নিজস্ব প্রতিনিধি:সৌমিত্র চট্টোপাধ্যায় নিজের বই প্রকাশের পর সই করে দিচ্ছেন বইতে, আশা ভোঁসলে তাঁর চেনা শহর কলকাতায় এসেছেন নিজের মিউজিক অ্যালবাম রিলিজে,শাহরুখ খান ভক্তকূলকে চেন্নাই এক্সপ্রেস ছবির প্রচারে এসে হাত নাড়িয়ে ভালোবাসা জানাচ্ছেন, বিদ্যা বালান রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম রিলিজে হাজির শহর কলকাতায়,রিহার্সালের ফাঁকে একান্ত আলাপচারিতায় অমিত কুমার,বাবুল সুপ্রিয়,বিশিষ্ট যন্ত্রী রমেশ আইয়ার, স্টুডিওয় গান রেকর্ড করছেন অন্তরা চৌধুরী, শহরে আর.ডি.বর্মনের মূর্তির আবরণ উন্মোচন করছেন অমিত কুমার এবং উষা উত্থুপ কিম্বা গুলজার এসেছেন শহরে তাঁর কবিতার ডালি নিয়ে শ্রোতাদের মুগ্ধ করতে কিম্বা ডোনা গঙ্গোপাধ্যায়ের অ্যালবাম রিলিজে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায়।এমন আরো অনুষ্ঠানের এ শহর সাক্ষী থেকেছে।মুহূর্ত গুলো নানা সময়ে ক্যামেরায় ধরে রেখেছেন সৌরভ ব্যানার্জি।২০১৪ এর ১০ নভেম্বর রেপ্লিকা ফটোগ্রাফিকস এর যাত্রা শুরু।তারপর থেকে শহরের বহু অনুষ্ঠান, শিল্পীদের নানা মুহূর্ত তাঁর ক্যামেরায় ধরা পড়েছে।এবার এমনই অনেক মুহূর্ত উঠে আসতে চলেছে www.replicaphotographics.com এ।সৌরভ ব্যানার্জির তোলা ছবি প্রকাশিত হয়েছে কলকাতার নানা পত্র-পত্রিকায়।অনুষ্ঠানের পাশাপাশি বিবাহ, ফ্যাশন,প্রোডাক্ট শুট,ভ্রমণ প্রায় সব ঘরানার ছবিতেই সাবলীল সৌরভ।দ্যা ড্রিমার্স মিউজিক পি আর এজেন্সি থেকে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, খুকুমণি,ক্যাকটাস ব্যান্ড থেকে স্যাফায়ার ক্রিয়েসনস ডান্স কোম্পানি,সেন্টারস্টেজ থেকে থিজম ইভেন্টস,কার্পে ডিয়েম মমতা শঙ্কর ডান্স কোম্পানি থেকে দীক্ষামঞ্জরী,মাউন্টেন মিউজিক ফ্যাস্টিভাল থেকে কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল সৌরভ ব্যানার্জির ফটোগ্রাফি সব মহলেই প্রশংসিত।সৌরভ ব্যানার্জি বললেন,” অনেকদিন ধরেই নিজের একটা ওয়েবসাইট লঞ্চ করার ইচ্ছা ছিল।নিজের ফেলে আসা কাজ,মন ভালো করা নানা মুহূর্ত যা এতদিন ধরে ক্যামেরায় বন্দী করেছি এবার সবার সামনে তুলে ধরলাম।” ওয়েবসাইটে থাকছে বিশেষ মিডিয়া কর্ণার।বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত নিউজ কভারেজের ছবিও থাকছে এই সেকশনে।ওয়েবসাইটটির যাত্রা শুরু আগামী ৩ মে।