Close

এ বং পজিটিভ-এর নতুন উদ্যোগ ‘সাদা সাদা কালা কালা’

  • নাটক- সাদা সাদা কালা কালা
    নাট্যকার ও নির্দেশক- এবং ঈপ্সিতা

এক দেশে এক দুষ্টু রানি ছিল। যে রোজ সকালে উঠে তার পোষা আয়নাকে জিজ্ঞেস করত বল তো আয়না পৃথিবীতে সবচেয়ে সুন্দরী কে? আয়না রোজ তার মনিবকে খুশিই করছিল, কিন্তু একদিন… একদিন সে বলল – কে সুন্দরী সেটা বড় কথা না… কিন্তু তুমি কি জানো পৃথিবীতে সবচেয়ে বড় দুষ্টু আসলে আমি?

আয়না… সবথেকে দুষ্টু? কেমন করে? সেই গল্পই বলে A bong positive এর নতুন নাটক সাদা সাদা কালা কালা। নাটকটির লেখক, নির্দেশক এবং ঈপ্সিতা।
বাপ্পা নিজে পরিচালনা কাজই করেন এখন আবার অভিনয় ফিরছেন, নাজিয়ার পরে আবার মঞ্চ অভিনয় বাপ্পাকে দেখতে পাবে বাংলার নাট্যপ্রেমী মানুষরা। বাপ্পার থেকে সবসময়ই নতুন কিছু পাওয়ার আশা নিয়ে থাকে দর্শক, আবারও স্বমহিমায় দেখা যাবে বাপ্পা কে।
A bong positive দলের সকলকে নিয়ে বলতে এসেছেন প্রচলিত রূপকথার এক অন্যরকম ভাষ্য।আবার বাংলা মঞ্চে নতুন কিছু উপহার দেবে এ বং পজিটিভ নাট্যদল।
ইতিমধ্যেই তাদের নাজিয়া বাংলার নাট্যমোদী দর্শকের মন জিতে নিয়েছে তাই দেখতে হলে আসতে হবে ২৯শে নভেম্বর, মিনার্ভা থিয়েটারে, ঠিক সন্ধ্যে সাড়ে ছ’টায়।

Leave a Reply

0 Comments
scroll to top