Close

এক হিংসুটে নারীর কথা ✍️ মহুয়া বেগম

এক ভয়ঙ্কর মহিলা,তার স্বামী ঘরজামাই।

ভালোমানুষের মুখোশে থাকে ঐ নারী,বিবেক নাই।

নিরীহ ভদ্র সরলজনে ঠকিয়েছে নানা কথার ছলে।

সুস্থ সংস্কৃতি অনুরাগী রমণীর পিছু লাগে নানা কৌশলে।

গুনহীনা ঐ নারীর হিংসুটে মন–

রুচিশীলা কর্মরতা প্রতিবেশীকে হিংসায় করে উৎপীড়ন।

ভালমানুষের মুখোশে থাকে,মনটা নয় একটুও ভালো–

দামী পোশাকে সেজে থাকে,নাই চেতনার আলো।

হিংসুটে ঐ নারীর মনে নাই একটুও উদারতা

স্থূল চেহারার অলস নারী সে পরচর্চায় কয় কুকথা।

স্বামী তার ব্যবসায়ী।তাই ওদের বেড়েছে অনেক টাকা

তাই অশিক্ষিতা ঐ মহিলা দেখায় অহমিকা।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top