Close

একদিনের সাংবাদিকতার প্রশিক্ষণশালা

গোপাল দেবনাথ : আজকের দিনে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম। বহু পুরুষ ও মহিলা সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। কিন্তু কি ভাবে এই পেশায় প্রবেশ করা সম্ভব সেই রাস্তাটা কোথা থেকে শুরু হবে বহু সংখ্যক মানুষের কাছে আজও অজানা রয়ে গেছে। এই সময়ে যার হাতে স্মার্টফোন আছে তিনি চাইলেই মিডিয়ার জগতে প্রবেশ করতে পারেন, কিন্তু কি ভাবে! দূর থেকে সাংবাদিকতার পেশাকে খুবই ঈর্ষণীয় মনে হয়। এই পেশায় টিকে থাকতে হলে যে পরিমান পরিশ্রম ও নিষ্ঠার প্রয়োজন বহুমানুষ তা কল্পনাও করতে পারবেন না।
লোভনীয় এই পেশায় সৎ ভাবে সংবাদ পরিবেশন করতে হলে কি ভাবে লক্ষ্যে পৌঁছতে হবে তাদের জন্য অভিনব উদ্যোগ গ্রহণ করেছে কুমুদ সাহিত্য মেলা কমিটি। এই মেলা কমিটির সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোল্লা জসিমউদ্দিন জানালেন, আগামী বছরের প্রথম মাসে নুন্যতম উচ্চমাধ্যমিক পাশ ব্যক্তিদের ( নুন্যতম ৩০ জন থেকে সর্বোচ্চ ৫০ জন) নিয়ে একদিনের সাংবাদিকতার প্রশিক্ষণশালা হতে চলেছে । কুমুদ সাহিত্য মেলা কমিটির ( ট্রাস্ট) এর পরিচালনায় এবং সেইসাথে ( সাপ্তাহিক বীরভূমের কথা, আয়না টেলি নিউজ, পাক্ষিক কামদূঘা, পাক্ষিক সকলের জন্য, সাপ্তাহিক নুতন ভোর, অনলাইন নিউজপোর্টাল  নিউজ স্টারডম ডট ইন , সাপ্তাহিক সুবক্তা, সাতদিন সংবাদ, দক্ষিণ দামোদর নিউজ, বাংলার খবরাখবর, মঙ্গলকোট ডটকম+++) থাকবে। এই প্রশিক্ষণশালার কো অডিনেটর হিসেবে থাকবেন  – সেখ সামসুদ্দিন (মেমারি)।  জসিমউদ্দিন আরো বলেন যে সকল ব্যক্তি এই একদিনের সাংবাদিকতার প্রশিক্ষণশালায় যারা যোগদান করবেন আশারাখি বিশিষ্টদের পরামর্শে তারা বহু কিছু শিখে যাবেন।

Leave a Reply

0 Comments
scroll to top