সঞ্চালনা,অভিনয় থেকে এইবার সরাসরি যাত্রা মঞ্চে অভিনেত্রী স্নেহা মুখার্জী ।তবে যাত্রা মঞ্চে আলিশা নামে পরিচিত।এর আগে সঞ্চালনা থেকে অভিনয় জগতে বেশ পারদর্শী তো আমরা দেখেছি।কিন্তু মঞ্চে এইবার প্রথম ছোটো বেলায় মা সুস্মিতা মুখাজীর সাথে থিয়েটার করেছিলেন।তবে যাত্রা এই সব কিছুর থেকে অনেক আলাদা।সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল রিহার্সাল।তারপর দুর্গা পূজো থেকে শুরু হয় যাত্রা।দেবলোক অপেরা তাপস দাসের প্রযোজনায় মঞ্জিল ব্যানার্জীর রচিত “ভাঙা গড়ার খেলা”যাত্রা পালায় স্নেহা মানে আলিশা কাজ করছে।এখানে নেগেটিভ রোলে দেখা যাচ্ছে।অভিনয়ের সাথে গান ও নাচ রয়েছে।অভিনেত্রী স্নেহা মুখার্জী (আলিশা) ছাড়া রয়েছে পিয়া সেনগুপ্ত,মঞ্জিল ব্যানার্জী,সিদ্ধার্থ ব্যানার্জী, শিল্পা এবং সুরজিৎ সেন।এখানে স্নেহা মুখার্জীর(আলিশা)সাথে মঞ্চে আছেন সুরজিৎ সেন।যাত্রা জগৎ টা বড়ই কঠিন কিন্তু দর্শকের ভালোবাসায় পরিশ্রমটা আর পরিশ্রম মনে হয় না এমন টাই জানালেন।কলকাতা শহরে শুরু হয়ে গেছে যাত্রা উৎসব।আগামী ১৯ফেব্রুয়ারি থাকছে আলিশা মানে আমাদের অভিনেত্রী স্নেহা মুখার্জীর যাত্রা পালা”ভাঙা গড়ার খেলা”।সেই নিয়ে তিনি বেশ আশাবাদী।