Close

ইবুকলিস্টের প্রথম উৎসব সংখ্যা রূপে প্রকাশিত হল উমা

নিজস্ব প্রতিনিধি: শুভ জন্মাষ্টমীর পবিত্র লগ্নে অনির্বান ভট্টাচার্য-র সম্পাদনায় ইবুকলিস্ট পাবলিশার (Ebooklist Publisher) প্রকাশ করল তাদের প্রথম উৎসব সংখ্যা ‘উমা’।

আজ বৃষ্টিস্নাত অপরাহ্নে লেখিকা অর্পিতা সরকার, শরণ্যা মুখোপাধ্যায়, কৌশিক চট্টোপাধ্যায়, শুভব্রত বসু, সুদীপ্ত দে সহ একাধিক ব্যক্তির উপস্থিতিতে কোলকাতার ‘মহাবোধি সোসাইটি হল’-এ আনুষ্ঠানিকভাবে আলোর মুখ দেখল উমা।

‘ইবুকলিস্ট পাবলিশার’-এর দুই প্রকাশক প্রসেনজিৎ গুচ্ছাইত ও চিন্ময় ঘোষ একযোগে দাবী করেছেন, “সাধ্যের মধ্যে একটু ভিন্নধারার উৎসব সংখ্যা পড়তে হলে অবশ্যই হাতে তুলে নিতে হবে ‘উমা’।

উমা-র সম্পাদক অনির্বাণ ভট্টাচার্য জানিয়েছেন, “নবীন ও প্রবীণ লেখকদের সৃষ্টি নিয়ে সম্পাদিত হয়েছে উমা। কমবেশি ২০০ পাতার এই উৎসব সংখ্যা যেমন ২০০ টাকার কম দামে পাওয়া যাবে, তেমনই বিভিন্ন বিষয়ে পাঠককুলকে আনন্দ দেবে এই উৎসব সংখ্যা।”

উমা-র মধ্যে পাঠক পাবেন ৬ টা প্রবন্ধ, ১২ টা গল্প, ১ টা কমিকস, ৩ টে উপন্যাসিকা, ২ টো অনুবাদ গল্প, ৪ টে অনুগল্প, ভ্রমণ ও খেলাধুলা এবং পেটপুজো, স্বাস্থ্য ও অন্দরমহল-এর উপর ১ টা করে লেখা। এছাড়াও বিশেষ আকর্ষণ পর্যায়েও আছে কয়েকটা লেখা।

১৪২৯ সালে উৎসব সংখ্যা রূপে উমা প্রকাশের শুভ মুহূর্তে প্রকাশনা সংস্থার তরফ থেকে গায়ক, নায়ক শিলাজিৎ মজুমদার-এর সমাজসেবী সংস্থার হাতে শিক্ষা সামগ্রী রূপে কিছু ‘ব্যাগ’ তুলে দেওয়া হয়।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top