Close

ইফতার মজলিস

নিজস্ব প্রতিনিধি : সোমবার, ২৫সে এপ্রিল, তারকেশ্বরের বিধায়ক আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি রামেন্দু সিংহ রায়ের উদ্যোগে তারকেশ্বর বাস স্ট্যান্ডে, মহতী ইফতার মজলিসের আয়োজন করা হয়। ইফতার মজলিসে আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ যোগ দিয়েছিলেন। ধর্মপ্রাণ রোজাদার মুসলিম সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ ইফতার মজলিসে সামিল হয়। মজলিসে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার, ধনেখালির বিধায়ক অসীমা পাত্র সহ তৃণমূল কংগ্রেসের বেশ কিছু প্রতিনিধি।

উপস্থিত ছিলেন খানাকুল ব্লক সভাপতি ইলিয়াস চৌধুরী, গোঘাটের ব্লক সভাপতি থেকে আরম্ভ করে বিভিন্ন ব্লকের তৃণমূলের পদাধিকারীরা এই মহতী ইফতার মজলিসে। বিশিষ্ট ব্যক্তি হিসাবে সাংবাদিক, অভিনেতা নৌশাদ মল্লিক ইফতার মজলিসে ছিলেন।

রামেন্দু সিংহ রায়ের উদ্যোগে ইফতার মজলিস ছিল শৃঙ্খলিত এবং ব্যবস্থাপনা ছিল খুব সুন্দর।

Leave a Reply

0 Comments
scroll to top