Close

‘আমরা কজন ওমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর পুজো উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:করোনাবিধি বজায় রেখে পঞ্চমীর সন্ধ্যায় হয়ে গেল মাইকেল মধুসূদন পার্কের ‘আমরা কজন ওমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান।এটি মূলত মহিলাদের দ্বারা পরিচালিত দুর্গা পুজো।আটজন নারী শক্তির প্রচেষ্টায় আয়োজিত হয়েছে এই অনুষ্ঠান।এদিন দ্বিতীয় বছরের এই পুজোর উদ্বোধন করলেন ১১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী রত্না শূর।


ক্লাবের সদস্যরা হলেন বিপাশা সেন রায়,স্বাগতা চক্রবর্তী,পৌলমি সাহা,রাখি ভট্টাচার্য, অর্পিতা রায় চোধুরী, মুনমুন রায়চৌধুরী প্রমুখ।এবারের পুজোর প্যান্ডেল থেকে শুরু করে খাবারের আয়জন সমস্তটাই তারা নিজেদের হাতে সামলাচ্ছেন।এছাড়া ও থাকছে বাচ্চাদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও।গ্রাম বাংলার সুন্দর চিত্রই এবার ফুটে উঠেছে পুজোর থিমে।

নানান বাধা বিঘ্ন পেরিয়ে গতবারের মতো এবারও শুরু হয়ে গিয়েছে সামাজিক কাজকর্মের প্রস্তুতি।সব মিলিয়ে বলা যেতেই পারে এই পুজো নারী শক্তির জয়।

Leave a Reply

0 Comments
scroll to top