Close

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকা পদ্মিনী দত্ত শর্মা এলজিবিটিকিউ সম্প্রদায়ের পাশে দাঁড়াবেন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকা পদ্মিনী দত্ত শর্মা, যিনি বিভিন্ন ধারার পনেরটি বই লিখে ইতিমধ্যেই পাঠক পাঠিকাদের মন জয় করে নিয়েছেন এবং বেশ কিছু ছোট চলচ্চিত্র তৈরি করে বিরল প্রশংসা অর্জন করেছেন, তিনি এখন মানবাধিকার কমিশন সিপিডিআরে এলজিবিটিকিউ সম্প্রদায় এবং শিশু নির্যাতনের প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছেন।
পদ্মিনী যখন এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রতি সমাজের বৈষম্য কে নিয়ে ঝড় তুলছিলেন, তার প্রত্যেকটি যুক্তি মন কেড়ে নেওয়ার মতো ছিলো। তিনি মন্তব্য করেছিলেন, ‘বেশীর ভাগ মানুষ এই একবিংশ শতাব্দীতেও যে ভাবে অবিরত প্রতিটি ক্ষেত্রে এই এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষ দের হেনস্থা, ট্রোল, উপেক্ষা, বৈষম্যে এবং বুলিং করে চলেছেন যথেষ্ঠ গভীর উদ্বেগের বিষয়।’ পদ্মিনী আরো বলেন ‘আমি সত্যি র্মনাহত,স্তভিত ও বিস্মিত যে তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, এমন কি তাদের নিজের বাড়িতে, তাদের বাবা মা এবং ভাইবোনেরা ও যে ভাবে তাদের সজ্ঞে আচরণ করে, এটাই প্রমান করে দেয় যে কোনো সম্পর্কই নিঃস্বার্থ নয়। সবাই যে ভাবে তাদের এড়িয়ে চলে এবং তাদের সাথে নিজের পরিচয় দিতে লজ্জিত হয়, তা অত্যন্ত হৃদয়বিদারক এবং বিরক্তিকর। দয়া করে এটুকু অন্তত জানুন, যে তাদের যৌন অভিমুখ তাদের নিয়ন্ত্রণে নেই, তারা কপালের দোষে নিজেদের একটা গন্ডিতে আবদ্ধ এবং শৃঙ্খলিত, তারা কারূর ক্ষতি তো করছেননা, তাও তাদের স্বাধীন ভাবে বাঁচার অধিকার থাকবেনা কেনো? ওদের অপরাধ টা কি কেও কি আমায় বলতে পারে?’

পদ্মিনী আরো বলেন, ‘যাদের নিয়ে এত এত সমালোচনার ঝড়, তারা কিন্তু কোনে অজানা বা অদ্ভুত গ্রহ থেকে এই পৃথিবীতে আসেনি, তারা আপনার এবং আমার মতো এই মহাবিশ্বের ই অংশ, তাহলে তাদের সাথে এমন নিষ্ঠুরতা আর পৃথকীকরণ কেন?’


যখন তাদের বিচিত্র জীবনধারা এবং চিন্তাধারার দ্বারা সমাজকে ক্ষয় করার প্রশ্ন করা হলে,পদ্মিনী কটাক্ষপূর্ণভাবে মন্তব্য করলেন, ‘সত্যিই? আপনারা সত্যিই মনে করেন যে এরা সমাজকে ক্ষয় করছে? নাকি আমরা, যাদেরকে এক কথায় ‘সোজা মুখের মুখোশধারী শয়তান’ বলা যেতে পারে, আমার মতে তারাই সমাজকে নানা সন্দেহজনক কাজ এবং বিকৃতির মাধ্যমে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে। প্রতিদিন সমাজে প্রকাশ্যে চলমান কুকর্মের জন্য আমরা কি দায়ী নই? এবং এটা তো মানবেন যে বহু পরিবারে দিনের পর দিন চলছে যৌনতাবাদী কার্যকলাপ পরদার পিছনে? তাহলে কি এটাই ধরে নেবো আমরা যে তথাকথিত ‘সোজা’ মানুষগুলোর যেকোনো জঘন্য কুকর্মের জন্য লাইসেন্স আছে এবং তারা চরম নোংরামো করেও পার পেয়ে যাবে বা যাচ্ছে কারণ আমাদের সমাজ শুধুমাত্র সেইসব ব্যক্তিদের ওপর অভিযোগ করতে ব্যস্ত যারা আমাদের মত নয়? কি অদ্ভুত নিয়ম!’

তিনি ভীষন উত্তেজিত ভাবে বলে চলেন, ‘অন্তত তারা সমস্ত আনন্দ নেওয়ার পর নিজের ভাবী ঔরসজাত কে গর্ভপাত করে তাদের খুন করার পাপ করেন না, তাই না? এটা কেমন নোংরা মনোভাব? মজা শেষ হয়ে গেলে একটি জীবনকে হত্যা করা? মনে রাখবেন তথাকথিত ‘বিচিত্র’ মানুষরা কখনও এই ধরণের অপরাধ করে না!’

আরও বিস্তারিত বলতে বলা হলে, তিনি একটি গভীর শ্বাস নিয়ে বললেন , ‘আমি অবাক হই যখন শুনি কীভাবে নিজের বাবা-মায়েরা তাদের সন্তানদের ত্যাগ করে দেয় তাদের মিথ্যা সামাজিক মর্যাদার কারণে, তাদের ‘ভিন্নভাবে অভিমুখী’ সন্তানদেরকে বাড়ি ছেড়ে যেতে বলা হয় এবং একই সময়ে তাঁরা তাদের তথাকথিত ‘ভালো’ সন্তানদের সঙ্গের জন্য আকুল হন, যারা শেষ পর্যন্ত তাদেরকে ত্যাগ করে এবং বৃদ্ধাশ্রমে বা যেখানেই হোক তাদের পরিত্যাগ করে। আমি নিশ্চিত যে এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষেরা বাকিদের তুলনায় অনেক ভালো মনের হন, অন্তত অনেক দয়ালু এবং উদার। তারা যদি সন্তান ধারণ করতে না পারে তাতে কার কি? তথাকথিত ‘সোজা’ দম্পতিরা কি সবাই স্বাভাবিকভাবে সন্তানের জন্ম দিতে পারে? তারা যদি দত্তক নিতে পারে, তাহলে একটি সমকামী বা লেসবিয়ান দম্পতি একই কাজ কেন করতে পারে না? তাহলে অনেক ‘সোজা’ সেলিব্রিটি দম্পতি কেন আইভিএফ বা টেস্ট টিউব বেবিদের দ্বারা সন্তান ধারণের পথ অবলম্বন করে? আমি চাই প্রতিক্রিয়াশীল সমাজ এই প্রশ্নগুলি নিয়ে ভাবনাচিন্তা করুক ভ্রূ উঁচু করে সমকামীদের নিয়ে আলোচনা করার আগে, আমি চাই অশিক্ষিতরা তাদের বড় মুখ খোলার আগে নিজেদেরকে একটু শিক্ষিত করুক!’ ‘

শিশু নির্যাতন ও শিশু শ্রম’ নিয়ে কথা বলতে বলা হলে তিনি বললেন যে বিষয়টি আসন্ন নিবন্ধে আলোচনা করা হবে।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top