Close

আদি-সপ্ত-পল্লব

আনন্দ সংবাদ লাইভ: আদিবাসী সাতটি গ্রাম যেন একই ডাল এর সবুজ সাতটি পাতা।তারা যেন একে অন্যের হৃদস্পন্দনের সাথে জড়িয়ে আছে।দক্ষিণ ২৪ পরগনার সাতটি গ্রাম-পাইলেন উত্তর,পাইলেন দক্ষিণ,চিনেমনপাড়া, হাঁড়িপোতা, টঙ্গপাড়া ভাঙ্গারখাল,বয়নালা,
পাচশপাড়া-এই সাতটি গ্রামের ওঁরাও, মুন্ডা,ভূমিজ গোষ্ঠীর মানুষেরা একসাথে হয়ে করোনা সচেতনতার কথা বলবে তাদের নিজস্ব নাচ-গান,আচার বিচার,আলপনা, বাদ্যযন্ত্রের মাধ্যমে।তাদের তির ধনুকের টস্করে মুখরিত হবে নীল আকাশের নিচে মুক্তমঞ্চ।
পাইলেন গ্রামের সুবিশাল বল খেলার মাঠে সরকারী সমস্তরকম বিধিনিষেধ কঠোরভাবে মেনে অক্টোবর মাসের ৩ ও ৪ তারিখে সকাল ৮ থেকে শুরু হবে আদিবাসীদের অনুষ্ঠান আদি-সপ্ত-পল্লব।
অনুষ্ঠানটির আয়োজনে প্রজ্ঞা কালচারাল সেন্টার।সহযোগিতায় ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার,কলকাতা।

Leave a Reply

0 Comments
scroll to top