✍️সোমনাথ লাহা
আগামীকাল ১৩ই ডিসেম্বর ২০২০ (রবিবার), ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস্ ফোরামের উদ্যোগে, সদ্যপ্রয়াত সংস্থার সভাপতি এবং প্রবাদপ্রতিম অভিনেতা, নাট্যকার, নাট্য নির্দেশক, কবি ও প্রাবন্ধিক, স্বর্গীয় সৌমিত্র চট্টোপাধ্যায়-কে স্মরণ করা হবে ‘মায়ানগরের ময়ূরবাহন’ শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে।
এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন সিনেমা এবং টেলিভিশন জগতের বহু বিশিষ্ট মানুষ। এছাড়াও উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রের আরো কিছু প্রথিতযশা ব্যক্তিত্ব।
টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওর সুচিত্রা সেন ফ্লোরে এ অনুষ্ঠানটির অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টা থেকে। এই অনুষ্ঠানে প্রবেশ আমন্ত্রণমূলক। এছাড়াও ফোরামের ফেসবুক পেজ মারফত উক্ত অনুষ্ঠানটি জনসাধারণের জন্য সরাসরি সম্প্রচারিত হবে।