Close

আকাশ মিউজিক থেকে প্রকাশ পেল ৬টি রবীন্দ্রসংগীত অ্যালবাম

নিজস্ব প্রতিনিধি:বাঙালীর শ্রেষ্ঠ দুর্গা উৎসব আর দেরি নেই। হাতে গোনা আর মাত্র কয়েক দিন। আর
বাঙালীর শারদ উৎসব মানেই পুজোর গান,৩ রা অক্টোবর ২০২১ রবিবার সন্ধ্যায় “সোহিনী সংগীত কলাভবনের” আয়োজনে উত্তর কলকাতার ফনিভূষণ যাত্রা মঞ্চে আকাশ মিউজিক থেকে প্রকাশিত হলো ৬ টি রবীন্দ্রসংগীতের অ্যলবাম। সিডি গুলি হলো অন্তরা চক্রবর্তী ও প্রদীপ সাহু র “আমার পরান যাহা চায়”, শালিনী ঘোষের “নতুন আভরণে”, পিয়ালী বসুর দুটি সিডি ” মুক্তি এবং পরশমণি”,
কৌস্তভ দাসের “জগৎ জুড়ে”, ও মনোনিতা পয়ড়া র “জোনাকি কী সুখে”। এই রবীন্দ্রসংগীতের সিডিগুলি উদ্বোধন করেন সংগীত পরিচালক কল্যাণ সেনবরাট,
ড শ্রীকুমার চট্টোপাধ্যায়, সংগীত শিল্পী ভাস্কর ভট্টাচার্য ও আকাশ মিউজিক এবং সোহিনী সংগীতের কলা ভবনের কর্ণধার সঞ্জীব অধিকারী। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অন্তরা চক্রবর্তী, প্রদীপ সাহু, শালিনী ঘোষ, পিয়ালী বসু, কৌস্তভ দাস, মনোনিতা পয়ড়া, সঞ্জীব অধিকারী, ড শ্রীকুমার চট্টোপাধ্যায়, ভাস্কর ভট্টাচার্য, অমিত দে, চিনু কানজিলাল,
যুথিকা ঘোষ, চন্দনা চক্রবর্তী, গোপা দাস, সাগ্নিক চ্যাটার্জী,
ছন্দা দেব, মিতালী ভট্টাচার্য, অভিষেক ভট্টাচার্য। এই অনুষ্ঠানে আবৃত্তি করেন লোপামুদ্রা সরকার।
সঞ্চালনায় ছিলেন আবির সেনগুপ্ত ও পারমিতা সরকার। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা, ভাবনা ও পরিচালনায় ছিলেন সোহিনী সংগীত কলাভবন ও আকাশ মিউজিক এর কর্ণধার সঞ্জীব অধিকারী।

Leave a Reply

0 Comments
scroll to top