Close

অ্যাস্ট্রোজেমসের নতুন শোরুম-এর উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:১২ই জানুয়ারি কলকাতার লেকটাউন যশোর রোডের পাশে শুভ উদ্বোধন হয়ে গেল অ্যাস্ট্রোজেমসের নতুন শোরুমের। এখানে থাকছে সঠিক দামের মধ্যে গুনবান রত্ন এবং সবরকমের অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস। অ্যাস্ট্রোজেমসের সমস্ত রকমের সার্ভিস অনলাইনেও পাওয়া যাবে। উদ্বোধনের প্রথম দিন থেকেই অতিথিদের এবং দর্শকদের নজর কেড়েছে অ্যাস্ট্রোজেমসের
রত্ন ভান্ডার। উদ্বোধনে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট গুণিজন। উপস্থিত ছিলেন অভিনেত্রী বনি মুখার্জি, অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য বোস, অভিনেতা আরুষ দত্ত, পিস হিভেনের কর্ণধার প্রসেনজিৎ সিংহ রায় ও রাজলক্ষী সিংহ রায় এবং গ্রুভস ব্যান্ড।

Leave a Reply

0 Comments
scroll to top