Close

অল বেঙ্গল চিলড্রেন ফেডারেশনের এবছরের আবাসিক ক্যাম্প কোভিড পরিস্থিতির জন্য হচ্ছে না

নিজস্ব প্রতিনিধি:মহ: মোসাহক ও নিতাই রায়ের হাতে ১৯৭২ সালে গড়ে ওঠা অল বেঙ্গল চিলড্রেন ফেডারেশনের এখন সদস্য সংখ্যা প্রায় ১২০০ জন।এই প্রতিষ্ঠান মূলত জেলার বিভিন্ন স্কুলে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে থাকে।পাশাপাশি বৃক্ষ রোপন,রাখি বন্ধন, রক্তদান শিবির,মনীষীদের স্মরণও করে থাকে এই সংগঠন।এই সংস্থা প্রতি বছর ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবাসিক কেন্দ্রীয় শরীর শিক্ষা শিবির করা হয়ে থাকে।এখনো পর্যন্ত ৪৫টি শিবির করেছে এই সংস্থা।কিন্তু কোভিড পরিস্থিতির জন্য এ বছর ক্যাম্প করা যায়নি বলে সংস্থার তরফ থেকে মিডিয়াদের জানান সংস্থার সভাপতি অসিত লাল নাগ সচিব মনোজ ভট্টাচার্য।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top