আনন্দ সংবাদ লাইভ :ভৌতিক গল্পের উপর সব বয়সের দর্শকের একটু আলাদাই ভালোবাসা রয়েছে। এবং সেটার কথা মাথায় রেখেই পরিচালক অর্পণ বসাক পুজোর পর উপহার দিতে চলেছেন একটি ভৌতিক ওয়েব সিরিজ “ধোঁয়াশা“।
অভিনয়ে রয়েছেন সুপ্রতিম সাহা।সুপ্রতিম কে দর্শক একজন কলেজ পড়ুয়ার ভূমিকায় দেখবে। চরিত্র টার মধ্যে একটি অভিনবত্ব আছে বলে জানান সুপ্রতিম।
এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে সঙ্ঘমিত্রা তালুকদার, ঐশ্বর্য সেন,সুদীপ মুখোপাধ্যায়,অভ্রজিত চক্রবর্তী, আয়ুষ দাস, সজল মজুমদার, পৃথা রায় ও সায়ন্তনী দেবকে।
গল্পটি মূলত একটি ফটো স্টুডিও কে কেন্দ্র করে যেখানে কিছু ভৌতিক কার্যকলাপের সম্মুখীন হয় একদল তরুণ-তরুণী। ক্রমাগত গল্পের উত্তেজনা বাড়তে থাকে যখন নানান অজানা সত্যের সম্মুখীন হয় এই পাঁচ জন তরুণ তরুণী।
ধোঁয়াশার প্রযোজক ক্রিয়েটিভ স্পেস স্টুডিও, যার কর্ণধার সৃজন মুখোপাধ্যায় ও সজল মজুমদার।
বিশেষ ব্যবস্থা রেখেছিলেন শুটিং ফ্লোরে মারণ ভাইরাস কোভিড১৯- এর থেকে লড়াই করার জন্য ক্রিয়েটিভ স্টুডিও।
গোটা টিম ভীষণ আশাবাদী এই ওয়েব সিরিজটি নিয়ে যেটা খুব শীঘ্রই একটি OTT প্ল্যাটফর্ম থেকে মুক্তি পাবে।