৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পাল তাঁর দফতরে পতকা উত্তোলন করেনAuthorPosted byramizPublishedAugust 15, 20206:47 pmTwitterFacebookLinkedInShare this postShare this postClose sharing box৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পাল তাঁর দফতরে পতকা উত্তোলন করেনTwitterFacebookLinkedInPosted by ramiz on August 15, 2020. সংবাদদাতা, কল্যাণী: ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পাল তাঁর দফতরে পতকা উত্তোলন করেন এবং জাতির কল্যাণে উচ্চমানের ভাষনে সকলকেই মুগ্ধ করেন।দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সহ উপাচার্য করোনা মোকাবিলা করে শিক্ষা প্রসার কল্যাণে কাজ করছেন যে সব যোদ্ধা তাদেরকে সম্মানিত করলেন।স্বাধীনতা দিবস উপলক্ষে এই সংকটকালে যারা নিরন্তর কাজ করে চলেছেন তাঁদের কয়েকজনকে সহ-উপাচার্য সম্মানিত করেন।নিরাপত্তাকর্মী, শিক্ষাকর্মী, সাফাই কর্মী ও ড্রাইভারকে সম্মানিত করে নয়া নজির সৃষ্টি করলেন গৌতম পাল।সকলের উদ্দেশ্যে ভাষণে এই দিনের তাৎপর্য সম্পর্কে অবহিত করেন, অধ্যাপক নন্দকুমার ঘোষ, অধ্যাপক পার্থসারথি দে, ড. সুজয়কুমার মন্ডল, পথিকৃৎ বন্দ্যোপাধ্যায় এবং গবেষক ফারুক আহমেদ।মহত্তর অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, গবেষক, গবেষিকা, শিক্ষক ও শিক্ষাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন দূরত্ব বজায় রেখেই। সমস্ত স্বাধীনতা সংগ্রামী ও দেশের কল্যাণে নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধাশীল থেকে আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।জাতীয় সংগীতের মাধ্যমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সমাপ্তি হয়। Post Views: 1,483 Share this:TwitterFacebookTelegramWhatsAppLike this:Like Loading...