Close

৩ রা মার্চ মঙ্গলকোটে ‘ কুমুদ সাহিত্য মেলা’

নিজস্ব প্রতিনিধি:আগামী ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবির বসতভিটেয় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ‘ কুমুদ সাহিত্য মেলা’। ওইদিন কুমুদ সাহিত্য মেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধনাজ্ঞাপন থেকে বাউলগান সহ কবিতার আসর চলবে।সংবর্ধনা প্রাপকেরা হলেন – কুমুদ সাহিত্য রত্ন ( কবি – মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়), নজরুল ইসলাম রত্ন ( সঙ্গীতশিল্পী – সোনালী কাজী), বিধান রায় রত্ন ( শিক্ষাবিদ – গৌতম তালুকদার), সমীরণ চৌধুরী রত্ন ( ইতিহাসবিদ – সর্বজিত যশ), নুরুল হোদা রত্ন ( আইনজীবী – আনসার মন্ডল), সমীর ভট্টাচার্য রত্ন ( সাংবাদিক – গোপাল দেবনাথ), বর্ধমান রত্ন ( প্রাক্তন জাতীয় ভলিবলার – দেব কুমার ঘোষ), রেজাউল করীম রত্ন ( চিকিৎসক – ডক্টর শিশির বিশ্বাস), শান্তিনিকেতন রত্ন ( নাট্যকার – গোঁরাচাদ মল্লিক), ভাতার রত্ন ( অধ্যাপক – ডঃ ইমানুর রহমান), মেমারি রত্ন ( কবি – বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়), গলসি রত্ন ( সাংবাদিক – আজিজুর রহমান)। এছাড়া ‘বাংলার খবরাখবর নিউজ নেটওয়ার্ক’ এর তরফে সাংবাদিক – দারকানাথ দাস, শিক্ষক – সাধন মন্ডল, সাংবাদিক – আমিরুল ইসলাম, বাচিক শিল্পী – নেপা চক্রবর্তী, শিশু সাহিত্যিক – পার্থ মুখোপাধ্যায় দের কে স্মারক তুলে দেওয়া হবে। এই কুমুদ সাহিত্য মেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন দেবাশীষ দাস ( সাধারণ সম্পাদক – আইজেএ), বিশিষ্ট অতিথি হিসেবে থাকবেন প্রবীর চট্টপাধ্যায়, প্রমুখজন।

ওইদিন সপরিবারে আসর জন্য সম্পাদক মোল্লা জসিমউদ্দিন আমন্ত্রণ জানিয়েছেন।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top