Close

২২ তারিখ অনুষ্ঠিত হতে চলেছে ‘অপরাজিত সম্মান ২০২০’

By Ramiz Ali Ahmed

পোস্টার লঞ্চের মুহূর্ত

সোমবার কলকাতার হলিডে ইন হোটেলে ‘অপরাজিত সম্মান ২০২০‘-এর পোস্টার লঞ্চ হয়ে গেল।অ্যাঞ্জেলা ইভেন্ট আয়োজিত এই অ্যাওয়ার্ড সেরিমনির এটি দ্বিতীয় বর্ষ।এবার সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রায় ৩০জন বিশিষ্টকে সম্মানিত করা হবে বলে জানিয়েছেন অ্যাঞ্জেলা ইভেন্টের ডিরেক্টর অ্যাঞ্জেলা রাহা।পোস্টার লঞ্চে উপস্থিত ছিলেন অভিনেতা দীপাঞ্জন বসাক,কলকাতা পুলিশের এসিপি গৌতম কুমার দাস,হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন এবং অ্যাঞ্জেলা ইভেন্টের ডিরেক্টর অ্যাঞ্জেলা রাহা

অ্যাঞ্জেলা রাহা জানালেন,”এটি আমাদের দ্বিতীয়তম অ্যাওয়ার্ড সেরিমনি।আমরা অভিনেতা,অভিনেত্রী, পুলিশ,ডাক্তার সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের
সম্মান জানাবো।তাঁদেরকে কাজে আরো উৎসাহ দেওয়াই আমাদের এই সম্মান জানানোর উদ্যেশ্য।আমরা আমাদের অ্যাওয়ার্ড বিশিষ্টদের হাতে তুলে দেবো ফিজিক্যালি চ্যালেঞ্জড বাচ্চাদের দিয়ে।এতে এই ধরণের বাচ্চারাও উৎসাহিত হবে।”
এবছর যাঁরা অ্যাওয়ার্ড পাচ্ছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য -অভিনেতা বনি সেনগুপ্ত, অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়, অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা, অভিনেতা দীপাঞ্জন বসাক প্রমুখ।অ্যাওয়ার্ড সেরিমনিটি অনুষ্ঠিত হবে ২২ তারিখ সন্ধ্যা ৭ টা থেকে হলিডে ইন হোটেলে

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top