নিজস্ব প্রতিনিধি : হুগলী জেলার খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান হিমাদ্রী স্পেশালিটি কেমিক্যালসের উদ্যোগে শনিবার চন্দনপুর গ্রাম পঞ্চায়েতের মহিষটিকরি গ্রামে কারখানার পার্শ্বস্থমাঠে প্রায় একহাজার গরীব দুঃস্থ মানুষকে শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য কম্বল বিতরণ করা হয় । অনুষ্ঠানে কারখানা কর্তৃপক্ষের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন । সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার ইণ্ডিপেনডেন্ট ডিরেক্টর শান্তিময় দে । তিনি বলেন এই এলাকার গরীব মানুষের উন্নয়নের জন্য কারখানা কর্তৃপক্ষ সব সময়সজাগ । তাদের অন্ন – বস্ত্র – বাসস্থান দিয়ে সহযােগিতাকরা হচ্ছে । তারপর পাশাপাশিচন্দনপুর পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গরীব মানুষদের পাকাঘর , শৌচাগার প্রভৃতি তৈরী করে দেওয়া হচ্ছে বিনামূল্যে । মানুষদের বিনামূল্যে প্রতিদিন চিকিৎসারও ব্যবস্থা করা হচ্ছে কারখানার পার্শ্বস্থহাসপাতাল থেকে ।