Close

হিন্দি কবি ধ্রুবদেব মিশ্রর সৃষ্টি নিয়ে এক কবিতামুখর সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক:হিন্দি কবিতার অন্যতম নাম কবি ধ্রুবদেব মিশ্র পাশান। সাতের দশকেত অস্থির সময়ে কবি কর্তৃক রচিত অনবদ্য সব কবিতা যেন সভয়ের দলিল। কবির যুগান্তকারী সৃষ্টি নিয়েই এক অন্যরকম কবিতাময় সন্ধ্যা উপহার দিল সাহিত্যগোষ্ঠী নীলাম্বর। শিয়ালদহ অফিসারস ক্লাবে কবির লেখাসকবিতাগুচ্ছ ভিডিও মন্তাজের আকারে প্রদর্শিত হয়। কবিতা আবৃত্তিও করেন শিল্পীরা।

পরে এক আলোচনাচক্রে যোগ দিয়ে কবির সৃষ্টিকে সভয়ের নিরীখে বিশ্লেষণ করেন মৃত্যুঞ্জয় কুমার সিং, জ্যোতিষ কুমার, কবি কৃষ্ণ কল্পিত, নীলকমল, নীরজ কুমার সিং প্রমুখ। কবির লেখায় সমাজবাদের ছবি তুলে ধরেন তাঁরা। শেষে কবিকে স্মারক দিয়ে সম্মানিত করেন কলকাতা দূরদর্শনের অতিরিক্ত ডিরেক্টর সুধাংশু রঞ্জন।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top