স্বধীনতা দিবসে রেজিস্ট্রি-র মাধ্যমে বিয়ের পর্ব সারলেন অভিনেত্রী মানালি ও পরিচালক অভিমন্যুAuthorPosted byramizPublishedAugust 15, 20205:37 pmTwitterFacebookLinkedInShare this postShare this postClose sharing boxস্বধীনতা দিবসে রেজিস্ট্রি-র মাধ্যমে বিয়ের পর্ব সারলেন অভিনেত্রী মানালি ও পরিচালক অভিমন্যুTwitterFacebookLinkedInPosted by ramiz on August 15, 2020. পৃথা ঘোষ: আজ স্বাধীনতা দিবস উজ্জাপনে যখন গোটা দেশ ব্যস্ত , তখন চুপিচুপি চার হাত এক হল মানালি-অভিমন্যু র। ‘গোত্র’ খ্যাত মানালি বাংলা ইন্ডাস্ট্রির অতি পরিচিত মুখ। জনপ্রিয় মৌরি চরিত্রের মধ্যে দিয়ে তিনি আপামর বাঙালির ঘরের মেয়ে হয়ে উঠেছেন, পাড়ি দিয়েছেন বড় পর্দায়। অন্যদিকে অভিমন্যু মূখোপাধ্যায় পেশায় চিত্র পরিচালক। ‘গুগলি’, ‘নিমকি- ফুলকি’-র মতো সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন। আজ নিজেদের বাড়িতেই পরিবারের গুটি কয়েক সদস্যের উপস্থিতিতে আইনত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। এদিন বর-কনে দুজনেই নিজ নিজ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই সুসংবাদ প্রকাশ করেন। অভিমন্যু রসিকতা করে ক্যাপশনে লিখেছেন, ‘স্বাধীনতার দিনে পরাধীনতার ছোঁয়া’। তবে তার মা আর দাদার অনুপস্থিতিতে দুঃখ প্রকাশ করে বলেছেন,গট লিগল বাট মিসিং মা আর দাদা। মানালি লিখেছেন, রেজিস্টার্ড। এই প্যান্ডামিকে বিয়ের আসরে তেমন জাক যমক না থাকলেও লাল পোশাকে ছবিতে ধরা দিয়েছেন দুজনেই। মানালি পরেছিলেন লাল সালোয়ার কামিজ, অভিমন্যু পরেছিলেন লাল সার্ট সঙ্গে জিন্স। সঙ্গীত শিল্পী সপ্তকের সাথে বিবাহ বিচ্ছেদের পর মানালির দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন। অভিমন্যুও অভিনেত্রী অনিন্দিতা বসুর সাথে সাত পাকে বাঁধা পড়েছিলেন। তবে সেই অধ্যায় বহু আগেই শেষ হয়েছে। আপাতত অতীতকে বুড়ো আঙুল দেখিয়ে নতুন জীবনের সুভারম্ভ ঘটালেন রুপোলি জগতের নব দম্পতি। এখন দেখার পালা সামাজিক রীতিনীতি মেনে কবে তাদের চার হাত এক হবে, কোথায় বসবে টলিউডের চাঁদের হাট। Post Views: 1,345 Share this:TwitterFacebookTelegramWhatsAppLike this:Like Loading...