Close

সোনারপুর উদ্দালকের সেমিনার

আনন্দ সংবাদ লাইভ:গত ১৫ অক্টবর সোনারপুর উদ্দালকের সেমিনার অনুষ্ঠিত হল ইফটার – নতুন স্পেস “থিএ আপেক্স”এ,পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর আর্থিক সহায়তায়। বিষয় ছিল “নাটক থেকে নাট্য”। সম্পাদক পার্থ গোস্বামীর কথায় জানা গেল এটা প্রথম পর্যায়। বক্তা ছিলেন শ্রী দেবাশিস দত্ত (পরিচালক – ইফটা), এবং শ্রী অতানু সরকার (পরিচালক – থিয়েলাইট)। সেমিনারের মুল উদ্দাশ্য ছিল কি করে একটি নাটক নাট্য হয়ে ওঠে। একটা নাটক তৈরী করতে গেলে কতটা “রূপ” আর কতটা “কথা” লাগে? কতটা নাট্যকারের দায়ভার আর কতটা আর কতটা পরিচালকের? আবার পরিচালক যখন নিজেই নাট্যকার, তখন নিজের সাথে কতটা ঝগড়া? বা, নিজের দুর্বলতার প্রতি কতটা করুনা? একটা নতুন প্রযোজনা করতে গিয়ে বুকের ভিতর কতটা রক্তক্ষরণ হয়? কতটা নিটোল বিশ্বাস আর আর সাবেক বিস্বাসঘাতকতা মিলে একটি সফল প্রযোজনা হয়? এইসব দ্বান্দ্বিক প্রশ্নমালা সামনে রেখে নবীন এবং প্রবীণ পরিচালকদের কাছ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করা। এই বিষয় নিয়ে খুব খোলামেলা আলোচনা হল এই সেমিনারে। যারা অংশগ্রহণ করেছিলেন তারা প্রতেকেই স্বীকার করেছেন যে এই ধরনের সেমিনার তাদের সবাইকে সমৃদ্ধ করেছে।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top