Close

সাতে পা সরস্বতী নাট্যোৎসবের

নিজস্ব প্রতিবেদক:শীত পড়ার শুরু থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয় নানান ধরনের নাট্যোৎসব । সেরকমই, নেতাজী নগর সরস্বতী নাট্যশালা এবার তাদের সপ্তম বর্ষের নাট্যোৎসবের আয়োজন করেছে ১৭ থেকে ১৯ শে নভেম্বর কলকাতার মুক্তাঙ্গন রঙ্গালয়ে। কলকাতা ছাড়া অন্য জেলার নাটক থাকছে । নটসেনা, কলকাতা প্রেক্ষাপট, অঙ্গন নাট্য সংস্থা , শ্যামবাজার নাট্য চর্চা কেন্দ্র , সংকেত দ্য থিয়েটার গ্রুপ, নবদ্বীপ সায়ক, শান্তিপুর সাংস্কৃতিক এবং ঐহিক সৃষ্টি সুখের উল্লাসী। প্রথম দিন সন্ধ্যা ৫:৩০ মিনিটে উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে প্রদীপ প্রজ্বলনের মধ্যে।

১৯শে নভেম্বর অর্থাৎ রবিবার দুপুর ৩ টে থেকে থাকছে নাটক । এবছর তারা সরস্বতী নাট্যসম্মানে সম্মানিত করবেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব শ্রী প্রকাশ ভট্টাচার্যকে । ২০শে নভেম্বর তপন থিয়েটারের তাপস জ্ঞানেশ সভাকক্ষে সন্ধ্যা ৬:৩০ মিনিটে থাকছে একটি আলোচনা সভা । যার বিষয় ” থিয়েটারে নব প্রজন্মের জীবন জীবিকার খোঁজ ” । বক্তা থাকবেন বিল্বদল চট্টোপাধ্যায়, সত্যপ্রিয় সরকার, প্রেমাঞ্জন দাশগুপ্ত, সঞ্চালনায় সুশান্ত মজুমদার।দলের মুখ্য জনসংযোগ আধিকারিক সৌরজিৎ বসু জানালেন , সম্পূর্ণ উৎসবটি সম্পন্ন হচ্ছে সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকারের সহায়তায় ।

Leave a Reply

0 Comments
scroll to top