Close

‘সরস্বতী নাট্যবন্দনা’ – ২০২৩ যোগেশ মাইম একাডেমিতে

নিজস্ব প্রতিবেদক:নেতাজী নগর সরস্বতী নাট্যশালা সরস্বতী নাট্যবন্দনা -২০২৩ আয়োজন করেছে আগামী ১৪,১৫,১৬ ই জুলাই যোগেশ মাইম একাডেমিতে। ৩ দিনে মোট ৬ টি নাটক মঞ্চস্থ হবে এই উৎসবে।

১৪ ই জুলাই সন্ধ্যা ৬ টায় উদ্বোধন। প্রতিদিন সন্ধ্যা ৬-৩০ টা থেকে নাটক শুরু। ১৪ ই জুলাই মহিষাদল শিল্পকৃতি -র ” সেই স্বপ্নপুর ” ও খিদিরপুর রং-বে-রং -এর ” সিস্টেম-২” । ১৫ ই জুলাই দিলীপ মুখার্জী স্মৃতি-র ” ঝড়ের খেয়া ” ও তিলজলা ঋতু-র ” ঘুণপোকা ” । শেষদিন ১৬ ই জুলাই সমকালীন সংস্কৃতি-র ” কণ্ঠরোধ ” ও যাদবপুর নাট্য ঐক্য -র ” জিহাদ “। দলের পক্ষে সৌরজিৎ বসু জানান, তাদের পক্ষে উৎসবটি করা সম্ভব হয়েছে ” পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি, পশ্চিমবঙ্গ সরকার ” -এর তথ্য ও সংস্কৃতি বিভাগের আর্থিক সহায়তায়।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top