ইন্দ্রজিৎ আইচ
গত ৩রা আগস্ট রবিবার বিকেলে গোবরডাঙ্গা নাবিক নাট্যমের নিজস্ব মহলাকক্ষে ২০ জন ছেলে এবং মেয়েদের নিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নিয়মিত নাট্য কর্মশালার উদ্বোধন করলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও পরিচালক শ্যামল দত্ত। উপস্হিত ছিলেন গোবরডাঙ্গা নাট্যায়নের কর্নধার নারায়ন বিশ্বাস, ছিলেন গোবরডাঙ্গা চিরন্তনের কর্নধার অজয় দাস। ছিলেন সংস্হার প্রতিষ্ঠাতা সোমনাথ রাহা ও প্রদীপ কুমার সাহা । পুস্পস্তবক ও উত্তরীয় দিয়ে শ্যমল দত্ত মহাশয়কে বরণ করা হয়।
শ্যামল দত্ত তার সংক্ষিপ্ত ভাষনে অবিভাবকদের উদ্দ্যেশ্যে বলেন ছেলেমেয়েদের বেশী করে নাটকমুখী করে তুলতে এগিয়ে আসতে হবে আপনাদের। তিনি বলেন আমাদের সময়ে এরকম সুযোগ ছিলনা। বর্তমানে এই নাট্য কর্মশালা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় হচ্ছে।সুযোগ বাড়ছে। অবিভাবকদের উচিত পড়াশোনার সাথে সাথে নাটক শিখতে দেওয়া। নাবিক নাট্যমের কর্নধার, পরিচালক ও অভিনেতা জীবন অধিকারী বলেন এই সংস্হার সকলকে নিয়ে নাট্য কর্মশালা যাতে সুন্দর সার্থকভাবে চলে তার জন্যে সচেষ্ট থাকবেন। সব শেষে ছেলেমেয়েদের পরিচয় পর্ব শেষ করে বিভিন্ন খেলার মাধ্যমে কর্মশালার কাজ শুরু করেন সংস্হার পরিচালক জীবন অধিকারী এবং অবিন দত্ত। ছেলেমেয়েদের কাজ করার উৎসাহ ছিল চোখে পরার মত।