Close

শুরু হচ্ছে থিজম এর খাদ্যমেলা চেটে পুটে

নিজস্ব প্রতিনিধি:বাঙালি বরাবরই খাদ্যরসিক।মাছে ভাতে বাঙালি এখন নানা স্বাদের রসাস্বাদনে পৃথিবীর যে কোনো পদ চেখে দেখতে এক বিন্দুও পিছপা হয়না। আর এক মাঠেই যদি নানা দেশের হরেক পদ এসে হাজির হয় তাহলে তো আর কথাই নেই।এই বছর পাঁচ বছর পূর্ণ হচ্ছে থিজম ইভেন্টস ও মধ্য কলকাতা ক্লাব সমণ্বয় সমিতি আয়োজিত মুখোরোচক খাদ্যমেলা “চেটে পুটে” এর। মূল উদ্যোক্তারা হলেন মধ্য কলকাতা ক্লাব সমণ্বয় সমিতির সজল ঘোষ, থিজম ইভেন্টস এর পার্থ প্রতীম সাহা।সন্তোষ মিত্র স্কোয়ারে এই মেলা চলবে আগামী ২৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি (বেলা ১২ টা থেকে রাত ১০টা পর্যন্ত)।মেলার উদ্বোধন করবেন বিশিষ্ট অভিনেতা খরাজ মুখোপাধ্যায়,সঙ্গীত শিল্পী পন্ডিত মল্লার ঘোষ,মল্লিকা ঘোষ, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ ঘোষ প্রমুখ। থাকছে নানা স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান।থাকবে সৌমিত্র চট্টোপাধ্যায় এর স্মরণে এক বিশেষ অনুষ্ঠান। সজল ঘোষ বললেন,”এই মহামারীর কারণে সব ব্যবসাই ক্ষতির মুখে পড়েছে।এখন আমরা সবাই একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছি।আশা করছি প্রতি বছরের মতোই এবারেও ভালো রেসপন্স পাবো।”

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top