নিজস্ব প্রতিনিধি:এ এন প্রোডাকশন,রাজীব প্রোডাকশন এর যৌথ উদ্যোগে ইন আর আই এর সহযোগীতায় শারদ সম্মান ২০২২ প্রদান করা হল পল্লীর যুবকবৃন্দ, প্রফুল্ল কানন বালক বৃন্দ ইস্ট,বিবেকানন্দ সার্বজনীন, ইয়াং মেনস স্পোটিং অ্যাসোসিয়েশন, শ্যামপুকুর সংঘ তীর্থ দুর্গোৎসব সমিতি,সিমুলিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি,সিমলা ব্যায়াম সমিতি সহ আরো বারটি ক্লাবে।এই পুরস্কার প্রদান করলেন রাজস্থানের রাজীব গোলচা।সঙ্গে ছিলেন স্বস্তিকা রায়,দেবারতি ঘোষ এবং প্রণয় গুপ্তা।